সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
সিলেট :: বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেট এম. এ. জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার ত্রি-বার্ষিক নির্বাচন (২০১৮-২০২০) গত ২৫ ফেব্রুয়ারী রোববার সকাল ৯টায় অনুষ্ঠিত হয়।
আবাসিক চিকিৎসক মেডিসিন ও নির্বাচন কমিশনের চেয়ারম্যান ডাঃ আবু নঈম মোহাম্মদ এবং পিএ টু পরিচালক ও নির্বাচন কমিশনের সদস্য সচিব মোঃ রুহুল আমিন স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে সভাপতি হিসেবে মোঃ আব্দুল জব্বার, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, মোঃ বাদশা মিয়া ও মোঃ নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন-২, সহ সাধারণ সম্পাদক এবাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক ইমতিয়াজ আহমদ, প্রচার সম্পাদক দেওয়ান রাসেল আমেদ চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সজিব মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মুহিবুর রহমান, সমবায় বিষয়ক সম্পাদক মোঃ ছাদিকুর রহমান, মহিলা সম্পাদক শিরীন বেগম, কার্যকরি সদস্য বাবুল হোসেন, মোঃ কামরুল ইসলাম, মোঃ নজরুল ইসলামকে নির্বাচিত ঘোষণা করেন।
নির্বাচন অনুষ্ঠান চলাকালে হাসপাতালের পরিচালক ব্রিগেঃ জেঃ (ডাঃ) এ কে মাহবুবুল হক ভোটদান প্রক্রিয়ায় সহযোগিতা করায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে হাসপাতালের পরিচালককে মোবারকবাদ জানানো হয়।
নির্বাচন পর্যবেক্ষণ করেন ও উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-পরিচালক ডাঃ দেবপদ রায়, বিএমএ সিলেট জেলা সভাপতি অধ্যাপক (ডাঃ) রুকন উদ্দিন আহমদ, সহকারি পরিচালক ডাঃ আজিজ আহমেদ মালিক, সহকারী পরিচালক (অর্থ) ডাঃ আলাউদ্দিন আহমেদ, সিনিয়র ষ্টোর অফিসার ডাঃ স্বাধীন কুমার দাস, আবাসিক সার্জন ডাঃ অরুন কুমার বৈষ্ণব, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আব্দুর রকিব বাবলু, সালমা ইসলাম, কাউন্সিলর আবজাদ হোসেন (আমজাদ) প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd