বিশ্বনাথ প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি বলেছেন, ইসলামে প্রচার ও প্রসার করতেই সারা দেশে নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন মডেল মসজিত। আর উদ্বোধনকৃত ওই মডেল মসজিদগুলোতে মাদক, যৌতুক ও বাল্যবিবাহ, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনা সৃষ্টিতে কাজ করা হবে। ইসলামী শিক্ষা উন্নত করতে কাজ করছে সরকার।
আমাদের সন্তানরা যাতে সন্ত্রাস ও জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত না হয় সেদিকে পিতা-মাতা স্বজাগ দৃষ্টি রাখতে হবে। ছেলে-মেয়ে যাতে সৎভাবে বেড়ে উঠা এবারের আমাদের সবাইকে সচেতন হতে হবে।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এদেশে অন্য ধর্মের উপর আঘাত করা ঠিক নয়। জাতির পিতার নেতৃত্বে দেশ স্বাধীন হয়ে ছিল বলেই আজ আমরা উন্নয়ন করতে পারছি, নিজেদের মতো করে বেঁচে থাকতে পারছি। সকলের সার্বিক সহযোগীতা এদেশে আর সন্ত্রাস-জঙ্গিবাদ ফিরে আসবে না, মাদক-যৌতুক ও বাল্যবিবাহের প্রবনতা দূর করে সুন্দর, শান্তির জনপদ গড়ে তোলা হবে।
তিনি সোমবার (১৭ এপ্রিল) ৪র্থ পর্যায়ে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেটের ‘বিশ্বনাথ মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র’র ন্যায় সারা দেশের বিভিন্ন অঞ্চলে ৫০টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে মডেল মসজিদের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি ‘সিলেট প্রান্ত ও গোপালগঞ্জ প্রান্ত’র একজন করে ইমাম ও নারী মুসল্লীর কথা শুনেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন জাতির পিতা জামে মসজিদের কাজী ইয়াজ আলী ও শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা নোয়াব আলী। স্বাগত বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী ইনামুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেটের বিশ্বনাথ ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যুক্ত হয়ে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী। সিলেট প্রােন্তর এ পর্বটি পরিচালনা করেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। বিশ্বনাথের প্রেক্ষাপঠ নিয়ে ইউএনও নুসরাত জাহানের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেন প্রধানমন্ত্রী।
এরপর নারী মুসল্লি মাহবুবা বেগম ও পুরুষ মুসল্লি মোশাররফ হোসাইনের বক্তব্য শুনেন তিনি। এদিকে গোপালগঞ্জ প্রান্তের পর্বটি পরিচালনা করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-মামুন।
বিশ্বনাথ মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র-এর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুল কাদের শেখ, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, সিলেটের ডিআইজি শাহ মিজান শফিউর রহমান শাফি বিপিএম (বার) পিপিএম, জেলা প্রশাসক মো. মজিবর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, গণপূর্ত বিভাগের সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওম প্রকাশ নন্দী, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম, বিশ্বনাথ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তৈয়ব আলী, ওয়াহিদ আলী, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমীন আজাদ মেম্বার, বিশ্বনাথ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক মিয়া, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ।
অনুষ্ঠানের শুরুতেই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ওপর একটি ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
Sharing is caring!