চিকিৎসা সেবা একটি মহান সেবা ও পেশা

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৩

চিকিৎসা সেবা একটি মহান সেবা ও পেশা

অমিতা বর্দ্ধন :: চিকিৎসা সেবা একটি মহান সেবা ও পেশা । কিন্তু দুঃখ জনক হলেও সত্য যে বর্তমানে যদি ও সব সেক্টরে চলছে চরম দুর্নীতি ও লোভের ছড়াছড়ি এর মধ্যে কেবল চিকিৎসা ও সেবা খাতে সব থেকে উল্লেখযোগ্য ভাবে চলছে সর্বাধিক দুর্নীতি , অনিয়ম , অব্যবস্থাপনা ও সেচ্ছাচারিতা । ফলে এই পেশার মান – মাহাত্য আজ হারাতে বসেছে । ভূলুণ্ঠিত হচ্ছে এই সন্মাজনক মহান পেশাটি । এই পেশার লোভের লাগাম ধরা যাচ্ছে না ! লোভের বিরতি হীন একটি ট্রেন । ভিক্ষুকের ও একটি তৃপ্তি থাকে যখন দেখে তার সা রা দিনের পরিমাপ হয়ে গেছে । মানব ধর্মী কিন্তু আজকাল তা ব্যবসা বাণিজ্য ক্ষেত্র হিসাবে নিয়োজিত ।স্বাস্থ্য খাতে যখন বাংলা দেশের প্রশংসা হচ্ছে তখন দেশে বেসরকারি খাতে চলছে চরম নৈরাজ্য । কিছু সংখ্যক অর্থলোভী চিকিৎসক ও কিছু স্বাস্থ্য কর্মীদের অনৈতিকতা মনোভাব ম্লান করে দিচ্ছে এই মহান পেশাকে । আমি সব কিছু ব্যাখ্যা না করে ভুক্তভোগীদের কাছে ই ছেড়ে দিচ্ছি । নির্দিষ্ট নীতিমালা ও আইন না থাকায় বেসরকারিভাবে কিছু চিকিৎসক অমানবিক ও অনৈতিক বানিজ্য করে হাতিয়ে নিচ্ছেন অসহায় রোগীদের পকেট । পেশাকে নেশায় নিয়ে টাকার পাহাড় অনেকে গড়েছেন । মহান এই পেশা বিভিন্ন ভাবে টাকা কামানোর হাতিয়ার হিসাবে পরিণত হয়েছে । সেই সঙ্গে আছে ভুল চিকিৎসা সরকারি ও বেসরকারি সব ক্ষেত্রে । সব থেকে বিপন্নতার শিকার হচ্ছে গ্রামীন জনগোষ্ঠী । সরকারী হাসপাতালে চলছে চরম নৈরাজ্য ফলে ওরা সামর্থের অভাবে বেসকারি হাসপাতালেও যেতে পারছে না । বিশেষজ্ঞ ডাক্তাররা গ্রামে চেম্বার খুলতে চান না । যদিও সরকার সকলের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে হাজার হাজার কোটি টাকা সঙ্গে বিদেশী সংস্থা ও বিপুল পরিমান অর্থ বরাদ্দ করছে । তথাপি কিছু সংখ্যক অর্থ লোভী সেবা কর্মীরা নিজেদের ইচ্ছেমত অমানবিক ও নৈরাজ্য করে যাচ্ছে হরদম ।
দেশ মধ্যম আয়ের দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছে এই সংবাদ আমাদের গৌরবের বিষয় । এই সাফল্য কে আমাদের প্রত্যকের ধরে রাখা উচিত । দেশের সুনাম বিনস্ট হচ্ছে এই সেবা কাজে ।
হতাশাজনক যে শুধু চিকিৎসক গন নয় কিছু ডায়কনস্টিক সেন্টার ও মেডিকেল কলেজে ভর্তি আদায়ে চলছে চরম সেচ্ছাচারিতা । সর্বস্বান্ত হচ্ছে অভিভাবকগণ ।
মাঝে মাঝে এ নিয়ে ভাংচুরের ঘটনা ও মিডিয়া ও পত্রিকায় আসে ।
দুঃখজনক হলেও সত্য যে কিছু সংখ্যক অফিসার নামধারী কর্মকর্তারা সরকারি সেবা কে তাচ্ছল্য ও অবহেলা করে বেসকারি কাজে লিপ্ত হচ্ছেন যা আইন বিরোধী । দুই পা দি দিকে দিয়ে সমান তালে চলেছেন নেতা দের সন্তুষ্ট রেখে ।
শহরে কিছু কিছু বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চলছে নার্সিং সেবা কাজ ও তদারকি ম্যানেজার দিয়ে । যাহা সম্পূর্ণ অনৈতিক ও রোগীদের সাথে প্রতারণার সামিল । বিপুল টাকা দিয়ে রোগিরা আসে উন্নত সেবা পাবার আশায় কিন্তু বাস্তবে …।
অভিজ্ঞ নার্সিং সুপারভাইজার সেখানে রাখা হয় না । ম্যানেজার দিয়ে রোস্টার করা হয় কিন্তু ম্যানেজার নার্সিং পেশার কি জানে ? দুধের কাজ কি জলে হয় ???নার্স রা রোগীকে কেমন সেবা মান সম্মত কিনা , আচরনের দৈন্যতা রয়েছে কিনা ইত্যাদি দেকভাল করা অত্যন্ত জরুরী । অনেক রোগী আছেন ভয়ে মুখ খুলেন না ।
আমাদের দেশের ডাক্তার গন ইউরোপ আমেরিকা সহ মধ্যপ্রাচ্যে ও বিশ্বের বিভিন্ন দেশে সুনামের কাজ করে প্রশংসিত হচ্ছেন । আমাদের দেশে সম্ভাবনার সকল শর্ত থাকা সত্ত্বেও মান সিক নির্মল চেতনা ও মানব সেবার শুদ্ধ চিন্তা শক্তির অভাবে আমরা কাংক্ষিত লক্ষে পৌঁছাতে পারছি না ।
আমাদের সরকারি হাসপাতালের সেবার মান অতি নিম্ন স্তরে বলে অভিযোগ রয়েছে । কিন্তু হত দরিদ্র জন গুষ্টি ও উপেক্ষিত জনগণ সেখানে ই ভিড় করে একটু সেবার আশায় ।
দেশের আপাময় জনতার স্বার্থে অতি দ্রুততার সহিত এর সুস্ট ব্যবস্থা নিতে হবে ।
সরকারি – বেসরকারি চিকিৎসা সেবা আইন প্রণীত হওয়া অতি জরুরী । ফলে সকল ক্ষেত্রে শৃঙ্খলা ফিরে আসবে । সবাই নির্ধারিত ফি দিয়ে চিকিৎসা সেবা ও মেডিকেলে ভর্তির সুযোগ পাবে সেই সাথে সেবা দানে প্রতিযোগিতা ও বেড়ে যাবে । ইহাতে বিদেশে আমাদের সুনাম বাড়বে দেশের জনগণ উপকৃত হবেন ।
মানব সেবার এই মহান পেশাকে শ্রদ্ধা ভরে জীবনের ব্রত হিসাবে গ্রহণ করে সেবা ধর্ম কে এগিয়ে নিয়ে দেশের সুনাম রক্ষা করি । সেবা কাজকে ব্যবসা – বানিজ্য মনোভাব থেকে মুছে ফেলে ধর্মীয় ও মানবতার আঙ্গিকে লালন করি ও পোষণ করি তবেই হবে প্রকৃত মানব সেবা ।
লেখক – অমিতা বর্দ্ধন, কবি ও প্রাবন্ধিক।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2023
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..