সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২২
নিজস্ব সংবাদদাতা: সিলেটের উপশহরে ই ব্লকের ৬ নাম্বার রোডে প্রাইম লাইব্রেরি এন্ড স্টেশনারির কর্মচারী আলী হোসেন কিডন্যাপ ও খুনের অভিযোগে শাহপরান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। খবর নিয়ে জানা যায়, গত ২১/০১/২০২২ ইং তারিখে রাত অনুমান ১১ ঘটিকা পরে এ কিডন্যাপ ও গুমের ঘটনা ঘটে। এ বিষয়ে নিখোঁজ আলী হোসেনের বড় ভাই জনাব কামরুল আমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার ছোট ভাই দীর্ঘ তিন বছর হইতে এই দোকানে কর্মচারী হিসেবে কাজ করে আসতেছে। ঘটনার চার মাস পূর্ব হইতে দোকানের মালিক তার ভাইকে কোনরূপ বেতন দিচ্ছে না। এ বিষয় নিয়ে তার ভাইয়ের সাথে দোকান মালিকের কথা কাটাকাটি হইলে তার ভাইকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং প্রানে মারার হুমকি দেয়া হয়। তিমি আরো বলেন ঘটনার দিন রাত্রে তার ভাই বাড়িতে ফিরতে দেরি হইলে তিনি দোকানের মালিককে ফোন করেন। দোকানের মালিক তাকে জানান দোকানে কাজ চলতেছে তার ভাই বাড়িতে ফিরতে দেরি হবে। কিন্তু তার ভাই পরের দিনও বাড়িতে না ফিরলে তিনি দোকানের মালিক সাইফুল ইসলামকে ফোন করিলে সে বিষয়টি এড়িয়ে যায়। পরবর্তীতে সম্ভাব্য সকল জায়গায় খুঁজা খুঁজি করে তার ভাইকে না পেয়ে তিনি শাহপরান থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৯, তারিখ-২২/০১/২০২২ ইং, মামলার আসামি- সাইফুল ইসলাম, পিতা- মছদ্দর আলী,বাসা নং-৩৩/৩, এফ ব্লক, উপশহর সহ অজ্ঞাতনামা ৩-৪ জন। এ বিষয়ে শাহপরান থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার বিষয় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd