বিশ্বনাথ ইউনিয়নে নৌকার সমর্থনে উঠান বৈঠক

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৩

বিশ্বনাথ ইউনিয়নে নৌকার সমর্থনে উঠান বৈঠক
বিশ্বনাথ প্রতিনিধি : ১৭ জুলাই অনুষ্ঠিতব্য সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘চেয়ারম্যান’ পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল জলিল হিরন মিয়ার নির্বাচনী প্রতীক ‘নৌকা’র সমর্থনে ইউনিয়নের হিমিদপুর গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জুলাই) বিকেলে ‘স্বাধীনতা ও উন্নয়ন’র প্রতীক নৌকার সমর্থনে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়নের নৌকার মাঝি আব্দুল জলিল হিরন মিয়া।
প্রবীন মুরব্বী সভাপতি আইয়ুব আলী বারীকের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য আমির আলীর পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী হিরন মিয়া, দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কবির আহমদ, সাবেক ছাত্রনেতা আজমল খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু।
বৈঠকের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইউনিয়নের ২নং ওয়ার্ডের সভাপতি হাবিবুর রহমান হাবিব।
এসময় উঠান বৈঠকে এলাকার মুরব্বী কবির খান, তৈয়ব আলী, মাহবুব মিয়া, আব্দুল জলিল, পৌর আওয়ামী লীগের সদস্য মনোহর হোসেন মুন্না, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আকতার আলী, সদস্য ফখর উদ্দিন, আওয়ামী লীগ নেতা আতা মিয়া, ফয়জুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মুজিবুর রহমান মঞ্জু প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..