সিলেট ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকেন্দ্রিক মলম ও অজ্ঞান পার্টির মূল হোতা দুজনকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শুক্রবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
গ্রেফতার বারেক সরকার (৪২) বিমানবন্দরকেন্দ্রিক গড়ে ওঠা একটি অজ্ঞান পার্টির নেতা। অন্যজন আমির হোসেন (৫০) একজন পেশাদার ডাকাত ও অজ্ঞান পার্টির সদস্য। তাদের বিরুদ্ধে সারা দেশে বিভিন্ন থানায় চুরি, দস্যুতা এবং ডাকাতির অভিযোগে মামলা রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ৮ ও ১১ জুলাই বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন দুই যাত্রীকে অজ্ঞান করে সর্বস্ব লুটে নেওয়ার দুটি অভিযোগ পায়। ভুক্তভোগীরা সুস্থ হওয়ার পর জানান, বিমানবন্দরে অবতরণের পর সব আনুষ্ঠানিকতা শেষে তারা যখন নিজ গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরের ক্যানোপিতে বা পার্কিং এরিয়ায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন, তখন তাদের সঙ্গে যাত্রীবেশী ডাকাত বারেক ও আমিরের পরিচয় হয়। কথায় কথায় তারা অভিযোগকারীর বিশ্বাস অর্জন করে নেন এবং সখ্য গড়ে তোলেন। এরপর কৌশলে যাত্রীর গন্তব্য জেনে নিয়ে নিজেও একই গন্তব্যে যাবেন বলে একসঙ্গে শেয়ারে গাড়ি ভাড়া করে বা বাসে ভ্রমণের প্রস্তাব দেন। পরে সুযোগ বুঝে যাত্রীকে চেতনানাশক মিশ্রিত খাবার খাইয়ে অজ্ঞান করে সর্বস্ব লুট করে সরে পড়ে অপরাধীরা।
পরে এপিবিএন বিষয়গুলো তদন্ত করে জানিয়ে জিয়াউল হক বলেন, ঘটনার মূল অপরাধী বারেক ও আমিরকে শনাক্ত করা হয়। এপিবিএনের কাছে অভিযোগ করা ভুক্তভোগী নেহারুলের অভিযোগের সঙ্গে অজ্ঞান পার্টির নেতা বারেকের সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া আরেক প্রবাসী ইসমাইল হোসেনের অভিযোগের মূল অভিযুক্ত বারেক ও আমির।
তিনি জানান, অভিযুক্ত বারেকের নামে যাত্রাবাড়ী, ডেমরা, খিলগাঁওসহ বিভিন্ন থানায় বেশ কিছু চুরি ও ডাকাতির মামলা রয়েছে। বারেক শরীয়তপুরের বাসিন্দা, আমির বরিশালের বাসিন্দা। তার বিরুদ্ধে বিমানবন্দর থানা, উত্তরা পশ্চিম থানা, ওয়ারী থানা এবং নাটোর সদর থানায় ডাকাতি ও চুরির অভিযোগে মামলা রয়েছে।
অভিযুক্তদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd