বিশ্বনাথের ৫ ইউপিতে নৌকার গণজাগরণের লক্ষ্যে ভোট ভিক্ষা চাইলেন শফিক-নাসির

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৩

বিশ্বনাথের ৫ ইউপিতে নৌকার গণজাগরণের লক্ষ্যে ভোট ভিক্ষা চাইলেন শফিক-নাসির
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত্য ৫টি (অলংকারী, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ, দেওকলস) ইউনিয়ন পরিষদের নির্বাচনে ‘স্বাধীনতা ও উন্নয়ন’র প্রতীক নৌকার গণজাগরণের লক্ষ্যে ভোট ভিক্ষা চেয়েছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান।
শনিবার (১৫ জুলাই) বিকেল থেকে রাত পর্যন্ত ৫ ইউনিয়নের বিভিন্ন স্থানে নৌকার সমর্থনে অনুষ্ঠিত পৃথক শেষ নির্বাচনী সভাগুলোতে ওই ভোট ভিক্ষা চান নেতৃবৃন্দ।
সভাগুলোতে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, টাকার জন্য দলকে হারিয়ে ব্যক্তির জয়, বড় নয়। তাই নিজের ভেদাভেদ ভ‚লে ঐক্যবদ্ধভাবে কাজ করে ১৭ জুলাই উপজেলা ৫ ইউনিয়নে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদেরকে। নৌকার বিজয়ে বিজয়ী হবে আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ বিজয়ে বিজয়ী হবে এদেশের অবহেলিত-বঞ্চিত মানুষেরা।
বিরুধী দলের বা আদর্শ-নীতি বদলে স্বতন্ত্র হওয়া কেউ নির্বাচিত হলে তার দল সরকারে নেই বলে ইউনিয়নবাসীকে উন্নয়ন থেকে বঞ্চিত রাখবে, আর নৌকার বিজয়ে হবে এলাকার ব্যাপক উন্নয়ন। সারা দেশেন্যায় উন্নয়নের জোয়ারে বিশ্বনাথকে রাখতে ৫টি ইউনিয়নেই নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করুণ।
প্রধান বক্তার বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতারা মুখে বলে এক আর করে আরেক, তাই তাদের সিদ্ধান্ত মানেন না তৃণমূলের নেতারা। তার উজ্জ্বল দৃষ্টান্ত বিশ্বনাথের ৫ ইউনিয়নে বিএনপির পদবীধারী নেতাদের অংশগ্রহন। বিএনপির তৃণমূলের নেতারা প্রমাণ করেছেন ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্ধীনে নির্বাচনে না আসার ঘোষণা’ আসলে কেন্দ্রের ভুল সিদ্ধান্ত।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে ১৭ জুলাই বিশ্বনাথের ৫ ইউনিয়নের নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। কোন নেতার সেন্টারে নৌকা কত ভোট পেয়েছে তার উপর ভিত্তি করেই আগামীতে নেতাকর্মীদেরকে কমিটিতে মূল্যায়ন করা হবে। আর আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের কেউ নৌকার বিরুধী কাজ করলে, প্রমাণ রাখবেন। বহিস্কার হওয়ার পাশাপাশি ভবিষ্যতে সে আর কোন কমিটিতে স্থান পাবেনা।
‘স্বাধীনতা ও উন্নয়ন’র প্রতীক নৌকায় ভোট চেয়ে শেষ নির্বাচনী সভাগুলোতে বক্তব্য রাখেন অংলকারী ইউনিয়নের নৌকার মাঝি শাহ তাজুল ইসলাম মাইকেল, রামপাশা ইউনিয়নের নৌকার মাঝি আরব আলী, দৌলতপুর ইউনিয়নের নৌকার মাঝি ওয়াহাব আলী মেম্বার, বিশ্বনাথ ইউনিয়নের নৌকার মাঝি আব্দুল জলিল হিরন মিয়া মেম্বার ও দেওকলস ইউনিয়নের নৌকার মাঝি আবুল কালাম জুয়েল।
নৌকার শেষ নির্বাচনী সভাগুলো অলংকারীতে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী হিরা মিয়ার সভাপতিত্বে ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সিতার মিয়ার পরিচালনায়, রামপাশায় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার খানের সভাপতিত্বে ও বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীরের পরিচালনায়, দৌলতপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাবের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের পরিচালনায়, বিশ্বনাথে ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিলু মিয়ার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদের পরিচালনায়, দেওকলসে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলতাব হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভাগুলোতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাজনীন হোসেন, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, কার্যনির্বাহী সদস্য ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, এএইচ এম ফিরুজ আলী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সহ সভাপতি হাজী হিরন মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সদস্য আবুল কালাম, মিজানুর রহমান মিজান, উপদেস্টা মন্ডলীর সদস্য শেখ শহিদুল ইসলাম, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদাল মিয়া, সাবেক সহ সভাপতি সৈয়দ আহমদ বহলুল, উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম মেম্বার, যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও যুবলীগের সহ সভাপতি সামশাদুর রহমান রাহীম, নরউইচ নরফোক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহব্বত শেখ, বৃক্ষ ও কৃষি প্রেমিক হাফিজ খলিলুর রহমান, উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য আমির আলী, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুহেল আহমদ মুন্না, সাধারণ সম্পাদক আল-আমিন হক পান্না, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ফয়ছল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু, সহ সভাপতি সুনীল বৈদ্য।
বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আছাব উদ্দিন, আহমেদ শরীফ, সুলতান আহমদ, সাইদুল ইসলাম, জিল্লুর মিয়া, মুজিব আহমদ, ছিকদ্দর আলী, রফিক মিয়া, আনোয়ার হোসেন, যুবলীগ নেতা ফয়ছল আহমদ, নিজাম উদ্দিন মন্টু, রাসেল আহমদ, ফয়জুল ইসলাম জয়, মোহন মিয়া, বেলাল রাজা, মুহিন আহমদ নেপুর, স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদ আহমদ, আবুল হাসান, ছাত্রলীগ নেতা আক্তার আহমদ শেখ, আব্দুল মুকিদ, নাদেল মিয়া, তারেক আহমদ। এসময় সভাগুলোতে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..