রুস্তমপুর কলেজের ৭ শিক্ষকের চাকুরী ফিরিয়ে দিতে হাইকোর্টে রুল জারি

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৩

রুস্তমপুর কলেজের ৭ শিক্ষকের চাকুরী ফিরিয়ে দিতে হাইকোর্টে রুল জারি

ক্রাইম সিলেট প্রতিবেদক :: স্থায়ী নিয়োগ প্রাপ্ত গোয়াইনঘাটের রুস্তমপুর কলেজের ৭ শিক্ষক চাকুরী বঞ্চিত হয়ে গত ২৫ শে মে বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সেক্রেটারি এডভোকেট মোঃ আব্দুন নূর দুলালের মাধ্যমে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। গত ২০ জুন রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট দুটি রুল জারি করে বলেন, জেলা শিক্ষা অফিসার কর্তৃক প্রদত্ত এমপিও প্রত্যয়নে ৭ শিক্ষকদের বাদ দেওয়া অবৈধ এবং বেআইনি। আগামী ৪ সপ্তাহের মধ্যে যথাযথ কর্তৃপক্ষকে উচ্চ আদালতে এসে জবাব দেওয়ার নির্দেশ প্রদান করেন।

উল্লেখ্য, ঐ তারিখে বেনবেইসে তথ্য থাকার পরেও কলেজের প্যাডে সভাপতি চাপ প্রয়োগ করে ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছ থেকে বেনবেইসে নাম ভুলবসত আসছে মর্মে স্বাক্ষর নেন এবং তখনি সাত শিক্ষক চাকুরী বঞ্চিতের শংকায় পড়েন।

এছাড়া অপর রুলে বলেন, ঢাকা ডিজি অফিসে দাখিলকৃত অভিযোগ, গর্ভনিং বডির সভাপতি কর্তৃক জনপ্রতি পাঁচ লক্ষ টাকা উৎকোচ দাবির বিষয়টি আগামী তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে যথাযথ কর্তৃপক্ষকে উচ্চ আদালতের নির্দেশ।

জানা গেছে, নিয়োগ বঞ্চিত ৭ শিক্ষক পরিবার-পরিজন নিয়ে খুব কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন। তারা আশাবাদী উচ্চ আদালতের রায়ের মাধ্যমে চাকুরী ফিরে পাবেন।

বঞ্চিত শিক্ষকদের দাবি, যেহেতু প্রত্যয়ন না দেওয়া কিংবা চাকরিচ্যুতি কে উচ্চ আদালত বেআইনি এবং অবৈধ ঘোষণা করেছে সেহেতু তাদেরকে স্ব স্ব ক্লাসে ফিরিয়ে নেওয়ার জন্য গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং রুস্তমপুর কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোলেমান উদ্দিন শীঘ্রই ব্যবস্থা করবেন। সেই সাথে কোন আবেদন ছাড়া পূর্বের নিয়মে খাতায় স্বাক্ষর নিয়ে বকেয়া বেতন প্রদানের ব্যবস্থা করবেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..