সিলেটে ১৮ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ পুষ্পিতা রানী সিনহার

প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২৩

সিলেটে ১৮ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ পুষ্পিতা রানী সিনহার
১৮ দিনেও সন্দান মিলেনি পুষ্পিতা রানী সিনহার। গত ২ জুলাই সিলেট নগরীর চালিবন্দর মায়ের বাসা থেকে বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় স্বামীর বাড়ী কোম্পানিগঞ্জ টুকের বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। এরপর থেকে পুস্পিতা স্বামীর বাড়ী পৌঁছায়নি এবং তাকে পাওয়া যায়নি।
আত্মীয় স্বজনদের বাড়ীতে খুঁজাখুঁজি করে মেয়ের কোন সন্ধান না পেয়ে পুষ্পিতার মা রাজলক্ষী সিনহা এসএমপির কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। (যার জিডি নং ১৬৬, তারিখ ৩/৭/২০২৩ ইং)। ১৮ দিন গত হয়ে গেলেও মেয়ের কোন সন্ধান না পেয়ে মা পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরছেন।
জিডি সূত্রে জানা গেছে, পুস্পিতা রানী সিনহা (২৫ গত ২২ জুন সিলেট নগরীর চালিবন্দর মায়ের বাসায় বেড়াতে আসেন। বেড়ানো শেষে গত ২ জুলাই সাড়ে ৪টায় স্বামীর বাড়ী কোম্পানিগঞ্জ টুকের বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। কিন্তু রাত হয়ে গেলেও পুস্পিতা স্বামীর বাড়ী পৌঁছায়নি।
এরপর গত বৃহস্পতিবার ১৩ জুলাই মেয়েকে উদ্ধারের জন্য বাংলাদেশ হিন্দু পরিষদের কাছে সহযোগীতা চান মা রাজলক্ষী সিনহা। পরে বাংলাদেশ হিন্দু পরিষদের পক্ষ থেকে সাথে সাথে কোতোয়ালি থানার ওসি ও তদন্ত কর্মকর্তা এস আই কল্লোল এর সাথে বিস্তারিত আলাপ করা হয় হিন্দু পরিষদের পক্ষ থেকে। এই মেয়েকে খোঁজে বের করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন কোতোয়ালী থানা পুলিশ। বিজ্ঞপ্তি

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..