সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২৩
নিজস্ব প্রতিবেদক :: সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ভোলাগঞ্জের খাগাইল নামক স্থানে একটি সিএনচালিত অটোরিকশা ও নোহা মাইক্রোবাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বনিক।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি বলে জানান তিনি। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে। ফায়ার সার্ভিস সিলেটের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভুঞা বলেন, নিহতদের মধ্যে তিননজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। আর ফায়ার সার্ভিসের কর্মীরা বাকিদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।নিহতের সংখ্যা আরও বাড়তে পারে জানিয়ে তিনি বলেন, মুখোমুখি সংঘর্ষের পর মাইক্রো ও অটোরিকশা দুটিই পাশ্ববর্তী খালে পড়ে যায়। এতে দুই গাড়ির সব যাত্রীই আহত হয়েছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd