সিলেটে লোড শেডিংয়ের প্রতিবাদে রাস্তায় মানুষ

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৩

সিলেটে লোড শেডিংয়ের প্রতিবাদে রাস্তায় মানুষ

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে বিদ্যুতের অসহনীয় লোড শেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ জুলাই) বাদ মাগরিব নগরীর নয়াসড়ক ও মিরবক্সটুলাবাসীর উদ্যোগে এ মানববন্ধনে এ অসহনীয় দুর্ভোগ থেকে দ্রুত মুক্তি দিতে বিদ্যুৎ বিভাগের প্রতি তারা আহবান জানিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন নয়াসড়ক ও মিরবক্সটুলার কাহের মিয়া, হাজী মিলাদ আহমদ, এডভোকেট রিপন আহমদ, মতিউর রহমান শিমুলসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এদিকে সম্প্রতি সিলেটে অবর্ণনীয় লোডশেডিং চরম জনভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। গত দুই দিন ধরে দেশের উত্তর-পূর্বাঞ্চলের এ জনপদে তাপমাত্রার বাড়ার সঙ্গে সঙ্গে লোডশেডিংও অসহনীয় মাত্রায় বেড়েছে। ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে পুরো জনজীবন। শহরের তুলনায় গ্রামাঞ্চলের অবস্থা আরো ভয়াবহ।

সংশ্লিষ্টরা বলছেন, কম উৎপাদন ও সরবরাহের ঘাটতি থাকায় বিদ্যুৎ এর এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় সিলেটে লোডশেডিং হচ্ছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..