বিশ্বনাথে শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধবকুলতলা ধাম সংরক্ষন কমিটি গঠন

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৩

বিশ্বনাথে শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধবকুলতলা ধাম সংরক্ষন কমিটি গঠন
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে উপজেলার দশঘর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামস্থ ‘শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধবকুলতলা ধাম সংরক্ষণ কমিটি’র ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার (২১ জুলাই) সম্পন্ন হয়েছে। সিদ্ধবকুলতলা ধামের নাট মন্দিরে অনুষ্ঠিত সম্মেলনে ‘অ্যাডভোকেট প্রহল্লাদ চন্দ্র দে সভাপতি ও শংকর দাস শংকু সাধারণ সম্পাদক’ পদে বিনাপ্রতিদ্ব››দ্বীতায় পুনঃনির্বাচিত হন।
নতুন কমিটির নাম ঘোষণার পূর্বে ধাম প্রাঙ্গনে ধাম সংরক্ষণ কমিটিরর সভাপতি প্রহল্লাদ চন্দ্র দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর দাস শংকু’র পরিচালনায় সাধারণ সভা (১ম অধিবেশন) অনুষ্ঠিত হয়। সভার শুরুতে গীতাপাঠ করেন শ্রীধর গোস্বামী ও রিপোর্ট পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক শংকর দাস শংকু।
সাধারণ সভায় বক্তব্য রাখেন শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধবকুলতলা ধাম সংরক্ষণ কমিটির উপদেস্টা কমিটির সদস্য শান্ত গোস্বামী, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মানিক লাল দে, সদস্য মুক্তিযোদ্ধা রনজিত ধর রন, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, বিশ্বনাথ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সহ সভাপতি রুপক কুমার দে, বর্তমান সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, সাবেক যুগ্ম সম্পাদক জয়ন্ত আচার্য্য, রুনু কান্ত দে, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, জগন্নাথপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি সতিশ গোস্বামী, উপদেস্টা ডা. দিব্যরঞ্জন দেব, জগন্নাথপুর পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিরা মোহন দে, সংগঠক শশী কান্ত গোপ, শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধবকুলতলা ধাম সংরক্ষণ কমিটির সহ সভাপতি ডা. গোবিন্দ দাশ, যুগ্ম সম্পাদক নেপাল কুমার দেব, সজল কুমার দেব, কোষাধ্যক্ষ কালীরঞ্জন দেবনাথ, সাবেক কোষাধ্যক্ষ জিতেন দেবনাথ, বর্তমান সহ কোষাধ্যক্ষ নন্দ লাল বৈদ্য।
১ম অধিবেশন (সাধারণ সভা) সমাপ্তির পর বর্তমান কমিটি বিলুপ্ত করে ২য় অধিবেশনের কার্যক্রম শুরু হয়। ২য় অধিবেশন ধাম সংরক্ষণ কমিটির উপদেস্টা কমিটির সদস্য শান্ত গোস্বামী’র সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ’র পরিচালনায় অনুষ্ঠিত হয়। ২য় অধিবেশনে ‘সভাপতি ও সাধারণ সম্পাদক’ পদে কোন প্রতিদ্ব››দ্বীপ্রার্থী না থাকলেও কোষাধ্যক্ষ পদে প্রার্থী ছিলেন ৩ জন (নেপাল কুমার দেব, কালীরঞ্জন দেবনাথ, জিতেন দেবনাথ)।
এরপর কোষাধ্যক্ষ নির্বাচনের জন্য ১১ সদস্যের (মুক্তিযোদ্ধা রনজিত ধর রন, রজত কান্তি গুপ্ত, মানিক লাল দে, বিজন কুমার দেব, রুপক কুমার দে, জয়ন্ত আচার্য্য, জয়ন্ত কুমার দাস, শংকর চন্দ্র ধর, সতিশ গোস্বামী, গোবিন্দ দাশ, সুনীল দেবনাথ) একটি সাবজেক্ট কমিটি গঠন করা হয়। ওই সাবজেক্ট কমিটি সর্বসম্মতিক্রমে কোষাধ্যক্ষ পদে কালীরঞ্জন দেবনাথ’কে পুনঃনির্বাচিত করেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধবকুলতলা ধাম সংরক্ষণ কমিটির উপদেস্টা মন্ডলীর সদস্য করুণা চক্রবর্তী, বাচ্চু রায়, রমা কান্ত দাশ, অমর বর্ধন, অরুন দাশ, সহ সভাপতি সুবোধ রঞ্জন পাল, সদস্য অনাথ রাম বৈদ্য, করুনা বৈদ্য, নির্মল চন্দ্র দাশ, জোতিশ দাস, অকিল বৈদ্য, রঞ্জু মালাকার, প্রমোদ দেবনাথ, বিমল রায়, কেশব লাল দে, মানিক রায়, নন্দ লাল সরকার, মানিক দাশ, জয়ন্ত বৈদ্য, কানু রঞ্জন দেব, বাপ্পা দাশ, উপজেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন কুমার দেব, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের সহ সভাপতি বিজয় দেব, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের সভাপতি অমিত দেব, সহ সভাপতি প্রবীর দে, সংগঠক নীলকান্ত রুন্দ্র পাল, নকুল বর্ধন, বিমল দেবনাথ, মুকুল ভট্টাচার্য্য, নান্টু লাল দাস, নিপেশ চন্দ, অরুন কুমার দাশ, রিপন লাল দেব, রিপন দাশ, পংকজ দেব, প্রদীপ চন্দ শীল, প্রবীর কান্ত দে, আশিষ চন্দ্র দেব, বিধান পাল, রিপন পাল, গৌরাঙ্গ সরকার, পলক তালুকদার, অমর চন্দ্র, পলক দেব, বকুল দাশ, রিপন চন্দ্র সাহা, কৃপেষ বিশ্বাস, মঞ্জু বিশ্বাস, পবন দেব, টিকলু দাশ, পলাশ লাল দে, রায় সরকার, স্বদেশ মালাকার, নুনু মালাকার, বকুল রায়, সুজন সরকার, বিধান রায়, নির্মল দেবনাথ, সুবীর দে, নিরেশ দাশ, অনিমেষ রুদ্রপাল, অমল দেবনাথ, সুদিপ্ত দেবনাথ, প্রদীপ চন্দ্র পাল, মদন রায়, অমর কুমার দাশ, শাওন দাস, উজ্জল দেবনাথ, সুমন চন্দ, কাজল চন্দ, নিটুল বৈদ্য, অলক দেব, পলাশ দেব, প্রনবীর দেবনাথ, দিপক দেবনাথ, সেবুল বৈদ্য, ইমন মালাকার, পলাশ লাল দেব, প্রকাশ বৈদ্য, নিধু সরকার, মতি সরকার, সুজিত রুদ্রপাল, ললিত রুদ্রপাল, রাখাল দেবনাথ, প্রশান্ত বাড়ৈ, নগেশ সরকার, কৃপেশ শীল, সেবুল বৈদ্য, জুয়েল মালাকার, রতন দাশ, অজিত চন্দ, হরেন্দ্র দেবনাথ, রবিন্দ্র দেবনাথ প্রমুখ নেতৃবৃন্দ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..