সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২১
নিজস্ব প্রতিবেদন :: সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন মামুন ও বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সাব্বির আহমদ সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে অতর্কিত ভাবে হামলার শিকার হন।
ঘটনাসূত্রে জানা যায় ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধ্যা নিবেদন শেষে আনুমানিক বিকাল ৪ (চার) ঘটিকার সময় ছাত্রদল নেতা এমরান হোসেন মামুন ও সাব্বির আহমদ মোটরসাইকেল করে একসাথে বাড়ি ফিরার পথে হঠাৎ পলিটেকনিক্যাল ইনিস্টিউট এর সামনে আসা মাত্রই দুটি পাইভেট কারে করে বেশ কয়েকজন সন্ত্রাসীরা তাদের গতিরোধ করে।
এমরান ও সাব্বির কোনোকিছু বুঝে উঠার আগেই হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাদেরকে মারাত্মক ভাবে আহত করে। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়। এবং লোকজন তাদের উদ্ধার করে স্হানীয় এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। আমাদের সংবাদকর্মী হাসপাতালে গিয়ে আহত এমরান হোসেন মামুন ও সাব্বির আহমদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
হাসপাতালে উপস্থিত জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির সাকির সাথে হামলার বিষয়ে যোগাযোগ করলে তিনি বলেন পূর্ব বিরোধের জের ধরে ছাত্রলীগ নেতা আতিক রহমান ও নাজমুল ইসলামের নেতৃত্বে বেশ কয়েকজন সন্ত্রাসী তাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে।
এই বিষয়ে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের সাথে একাধিক বার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd