অবৈধ টমটমের দখলে পিরেরবাজার: যত্রতত্র পার্কিং-তীব্র যানজট!

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৩

অবৈধ টমটমের দখলে পিরেরবাজার: যত্রতত্র পার্কিং-তীব্র যানজট!

নিজস্ব প্রতিবেদক: সিলেটের সদর উপজেলা পিরেরবাজারে ব্যাটারিচালিত অবৈধ টমটমের স্ট্যান্ড বানিয়ে গুরুত্বপূর্ণ সড়ক দখল করা ও যত্রতত্রভাবে টমটম পার্কিং করায় প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ফলে পথচারী, ছাত্রছাত্রী, ব্যবসায়ীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। পাশাপাশি অবৈধ টমটম চালকদের দৌরাত্ম্যে যাত্রীরা হয়রানির পাশাপাশি রীতিমতো নাজেহাল হচ্ছেন। এতে করে সিলেটতামাবিল সড়কটি দিন দিন অত্যন্ত ব্যস্ততম সড়ক হয়ে পড়ছে। কিন্তু এই ব্যস্ততম সড়কেই অবৈধ টমটম সড়কের পাশে সারি সারি করে সাজিয়ে রাখছেন চালকেরা। রহস্যজনক কারণে এ ব্যাপারে নির্বিকার উপজেলা প্রশাসন ও স্থানীয় থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী।

 

সরজমিন দেখা গেছে- তামাবিল মহাসড়কের সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের অর্ন্তভূক্ত হযরত শাহ্সুন্দর মাজার বিজরিত ঐতিহ্যবাহী পিরেরবাজারে রাস্তার দুই পাশে সরকারি (সিএমবি) জায়গায় গড়ে ওটেছে অবৈধ টমটম গাড়ীর পাকিং সহ বিভিন্ন ধরনের ফুটপাত নামক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। আর এসব সরকারি জায়গা দখল করে এক শ্রেনির অর্থ লোভী দখলবাজ অবৈধ প্রতিষ্ঠানতৈরি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

 

এসব অবৈধ প্রতিষ্ঠান ও অবৈধ টমটম গাড়ীর পার্কিং স্ট্যান্ড কারনে প্রতিদিন সড়কে ঘটছে মারাত্মক সড়ক দূর্ঘটনা ফলে অকালে ঝড়ছে অসংখ্য তাজা প্রাণ। শুধু তাই নয় তামাবিল মহাসড়কের সঙ্গেই পিরেরবাজারে গড়ে উঠেছে অবৈধ টমটম গাড়ীর স্ট্যান্ড। এমন অবৈধ স্ট্যান্ডের টমটম চালকরা বেশির ভাগ কিশোর এবং অদক্ষসহ বিভিন্ন ধরণের নেশায় আসক্ত। এই অবৈধ স্ট্যান্ডের টমটম চালকরা প্রতিদিন স্কুল পড়ুয়া ছাত্রী ও অন্যত্র স্থান থেকে আত্নীয়-স্বজনের বাড়ীতে বেড়াতে আসা মহিলাসহ বিভিন্ন লোকজনের সাথে খারাপ আচরণ যেনও তাদের নিত্যদিনের সঙ্গী। অভিযোগ রয়েছে- টিকরপাড়া এলাকার মৃত তৈয়মুছ আলীর পুত্র সুহেল ও চৌধুরীপাড়া এলাকার দুদুর শেল্টারে এমন বেপরোয়া তান্ডব চালাচ্ছে এসব অবৈধ টমটম চালকরা।

 

বিনিময়ে দুই নেতা সুহেল ও দুদু পুলিশ প্রশাসনের নামে প্রতিদিন অবৈধ স্ট্যান্ডের টমটম চালকদের কাছ থেকে বিশ টাকা করে চাঁদা আদায় ও তাদের স্ট্যান্ডের অবৈধ টমটম ভর্তিবাবদ ৫০০০/- টাকা করে চাঁদা আদায় করে। ফলে তারা দুজন অল্প দিনে আঙ্গুল ফুলে কলাগাছ এমনকি এমন চাঁদাবাজির মাধ্যমে লাখ লাখ টাকার সম্পত্তির পাহাড় করেছেন। শুধু তাই নয় তারা দুজনের কথামতো এসব অবৈধ টমটম ব্যবহার হচ্ছে চুরি-ছিনতাইয়ের কাজে।

 

উল্লেখ্য, তামাবিল মহাসড়কের দুই পাশে অর্থাৎ সরকারি (সিএমবি) জায়গা জুড়ে গড়ে উঠেছে পানের দোকান, মুদির দোকান, হোটেল, পল্টি মুরুগের দোকান, পাস্ট ফুডের দোকান, সব্জির দোকান, চটপটির দোকান, মাছের বাজার, টমটম ও অটোরিক্সার অবৈধ স্ট্যান্ডে। এসব প্রতিষ্ঠান থেকে অর্থলোভী ও চাঁদাবাজ শ্রেনীর স্থানীয় কিছু লোক প্রশাসনকে মেনেজ করে প্রতি দিন লাখ লাখ টাকা চাঁদা আদায় করেন। এসব চাঁদাবাজি ও সরকারি জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলার জন্য ঐতিহ্যবাহী পিরেরবাজারের সুনাম নষ্ট হচ্ছে বলে স্থানীয় সচেতন মহলের অভিযোগ।

 

সর্বশেষে সিলেটের আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট স্থানীয় সচেতন মহলের জোড়ালো দাবি এসব অবৈধ স্থাপনা ও বর্ণিত অবৈধ টমটম স্ট্যান্ড উচ্ছেদের জন্য আকুল আহ্বান জানিয়েছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..