সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০২৩
আলী হোসেন, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাটে অভাবের সংসারের স্বচ্ছলতা আনতে ৫০ শতক জমিতে লাউ, বরবটি, শসা চাষ করেছিলেন কৃষক সেলিম উদ্দিন। পূর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে তার জমির সব গাছ কেটে ফেলেছে দুর্বুত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে গোয়াইনঘাট উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের নয়াখেল গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার (৪আগষ্ঠ) ওই ঘটনায় কৃষক সেলিম উদ্দিন গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
কৃষক সেলিম উদ্দিন বলেন, সংসারে স্বচ্ছলতা আনতে অনেক স্বপ্ন নিয়ে আজ থেকে প্রায় দুই মাস আগে ৫০ শতক জমিতে লাউ, বরবটি এবং শসার চারা রোপন করেছিলাম। তীব্র তাপদাহ উপেক্ষা করে পরিশ্রম দিয়ে গাছ গুলোকে ফল ধরার উপযোগী করে গড়ে তুলেছিলাম। বাগানটি বাড়ির পাশে থাকায় রাতে তেমন একটা পাহারা’র প্রয়োজন হতোনা। ঘটনার দিন রাত আনুমানিক ১টায় দেখবাল শেষে প্রতিদিনের ন্যায় রাত ২টার দিকে বাড়িতে যাই। পরে ভোরে জমিতে ফিরে দেখি জমির প্রায় ১০০০/ লাউ, বরবটি, শসা কেটে ফেলেছে। এতে করে আমার প্রায় দুই লাখ টাকার মতো আর্থিক ক্ষতি হয়েছে। পুর্ব শত্রুতার জের ধরে আজকে যারা আমার এই ক্ষতি করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি বলেন, লাউ, বরবটি, শসা গাছ কেটে ফেলার বিষয়টি আমি শুনেছি, আমি ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ বিষয়ে গোয়াইনঘাট থানার থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল বলেন, লাউ, বরবটি, শসা গাছ কাটার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত কৃষক সেলিম উদ্দিন
দোষীদের খুঁজে বের করা থানা পুলিশের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীর দ্বারস্থ হয়ে দিনরাত পার করছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd