ডজন মামলায় নারায়ণগঞ্জে গ্রেপ্তার ছাতকের জা‌বেদ

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৩

ডজন মামলায় নারায়ণগঞ্জে গ্রেপ্তার ছাতকের জা‌বেদ

ছাতক সংবাদদাতা: বে‌শি লাভের প্রলোভন দেখিয়ে জনপ্রতি‌নি‌ধি,ব্যবসায়ী,প্রবাসীসহ সাধারণ মানুষদের কাছ থেকে প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগের ছাত‌কের জা‌বেদ মৌলভীকে নারায়ণগঞ্জ জেলার সি‌দ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।

 

গ্রেফতারকৃত জাবেদ মৌলভী ছাতক উপ‌জেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাও গ‌নেশপুর গ্রা‌মের মৃত আব্দুল কদ্দুছের পুত্র।

 

শ‌নিবার রা‌তে ছাকা-সিলেট মহা সড়‌কের কাচপুর নামক স্থান থে‌কে এস আই শংকর দে নেতৃ‌ত্বে অ‌ভিযান চা‌লি‌য়ে তাকে গ্রেফতার করা হয়। রোববার সকা‌লে তা‌কে নারায়নগঞ্জ আদাল‌তে হাজি করা হলে আদাল‌ত তা‌কে কারাগারে প্রেরন করেন।

 

জানা যায়, ২০১২ সা‌লে বেশি লাভের লোভ দেখিয়ে জাবেদ মৌলভী এলাকার লোজনের প্রায় তিন কো‌টি টাকা হাতিয়ে নেয় দাড়ি কেটে দীর্ঘ ১২ বছ‌র ধ‌রে নারায়নগ‌ঞ্জে সি‌দ্ধিরগঞ্জ উপ‌জেলায় আত্ন‌গোপ‌নে ছিল।

 

ছাতকের খা‌লেদ,খ‌লিল,ও আনা মিয়া মেম্বার,চট্রগ্রা‌মে কা‌শেম ও ইবুকসহ অনেক তার কাছে প্রতারিত হন।
চট্রগ্রা‌মের আবুল কা‌শেম না‌মে এক ব‌্যবসায়ীর কাছ থে‌কে সে ২১ লাখ টাকা নেন।

 

এ ঘটনায় চট্রগ্রাম আদাল‌তে আবুল কা‌শেম ২০১৪ সা‌লে জা‌বেদ মৌলভীর বিরু‌দ্ধে টাকা আত্নসা‌তের ঘটনায় পৃথক মামলা দা‌য়ের ক‌রেন। এ মামলায় চট্রগ্রাম চীফ মে‌ট্রোপ‌লিটন ম‌্যা‌জি‌ষ্ট্রেট আদালত ২০১৯ সা‌লে ২৭ অ‌ক্টোরর জা‌বেদ মৌলভীকে ৩ বছ‌রে সশ্রম কারাদন্ড ও পাচ হাজার টাকা জ‌রিমানা ক‌রেন।

 

জাবেদ মৌলভী ছাতক, সি‌লেট ক‌তোয়া‌লি, সুনামগঞ্জ, নারায়নগঞ্জ, চট্রগ্রাম সহ ১ডজন মামলার পলাতক আসামী ব‌লে ছাতক থানা পু‌লিশ নিশ্চিত ক‌রেছে।

 

এ ব্যাপা‌রে সি‌দ্ধিরগঞ্জ থানা এস আই শংকর দে এ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে সাংবাদিদের জানান, প্রতারনা মামলায় জা‌বেদ মৌলভীর তিন বছ‌রের সাজা হ‌য়ে‌ছে চট্রগ্রাম আদাল‌তে। সে অস্ত্র মামলাসহ একডজন মামলা পলাতক আসামী। গত রোববার সকা‌লে নারায়নগঞ্জ কারাগা‌রের পাঠা‌নো হয়

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..