কানাইঘাটে ফিল্মি স্টাইলে পাম্পের ম্যানেজারকে অজ্ঞান করে টাকা লুট!

প্রকাশিত: ৮:০৫ পূর্বাহ্ণ, আগস্ট ৯, ২০২৩

কানাইঘাটে ফিল্মি স্টাইলে পাম্পের ম্যানেজারকে অজ্ঞান করে টাকা লুট!

কানাইঘাট সংবাদদাতা: সিলেটের কানাইঘাটে ফিল্মি স্টাইলে একটি পাম্পের ম্যানেজারকে অজ্ঞান করে নগদ ২০ হাজার টাকা লুট করে নিয়েছে ছিনতাইকারীরা।

 

গতকাল সোমবার (৭ আগস্ট) দিবাগত রাত ১২টায় নন্দিরাই বাইপাস পয়েন্টে অবস্থিত এওয়াই এলপিজি অটো গ্যাস পাম্পে অভিনব পন্থায় চেতনানাশক স্প্রে ব্যবহার করে ম্যানেজারকে টাকা লুট করে নিয়ে যায় ছিনতাইকারীরা।

 

জানা যায়, সিলেটের উপশহরের বাসিন্দা শামীম আহমদের মালিকানাধীন এওয়াই অটো গ্যাস পাম্পে গত সোমবার (৭ আগস্ট) রাত অনুমান ১২টার দিকে একটি প্রাইভেটকার যোগে দুই যুবক গাড়ীতে গ্যাস নেয়ার জন্য পাম্পে আসে।

 

ম্যানেজার মিজানুর রহমান প্রাইভেটকারে গ্যাস দিতে ক্যাশ কাউন্টার থেকে বের হওয়ার জন্য দরজা খোলার সাথে সাথে প্রাইভাটকার নিয়ে আসা দুই যুবক তার উপর চেতনানাশক স্প্রে মারলে মিজানুর রহমান অজ্ঞান হয়ে ক্যাশ কাউন্টারে পড়ে যান।

 

এ সময় কাউন্টারে ক্যাশ ড্রয়ার থেকে নগদ ২০ হাজার টাকা লুট করে প্রাইভেটকার নিয়ে পালিয়ে যায় অজ্ঞাতনামা দুই যুবক। রাত ১টার দিকে মিজানুর রহমানের কিছুটা জ্ঞান ফিরে আসলে ঘটনার বিষয়টি তিনি তার পরিবারের লোকজন এবং গ্যাস পাম্পের মালিককে অবহিত করেন।ঘটনাটি থানা পুলিশকে জানানো হলে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

পাম্পের ম্যানেজার মিজানুর রহমান জানান, রাত ১২টার দিকে যখন ক্যাশ কাউন্টারে ছিলেন, তখন প্রাইভেটকার নিয়ে অপরিচিত দুই যুবক তাদের গাড়ীতে গ্যাস নেয়ার জন্য পাম্পে প্রবেশ করে। একপর্যায়ে তিনি দুই যুবকের কথামতো গাড়ীতে গ্যাস দেয়ার জন্য বের হলে ওই দুই যুবক তার চোখে-মুখে স্প্রে মারার কারণে তিনি সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। জ্ঞান আসার পর তিনি দেখতে পান ক্যাশ কাউন্টার তছনছ অবস্থায় রয়েছে এবং কাউন্টারের ক্যাশ ড্রয়ারে থাকা ২০ হাজার টাকা নেই।

 

এব্যাপারে জানতে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ’র ফোনে একাধিকবার কল দিলে তিনি রিসিভ করেননি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..