প্রধানমন্ত্রীর উপহারে ‘আপন ঠিকানা’ পেলেন বিশ্বনাথের ৭১টি পরিবার

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৩

প্রধানমন্ত্রীর উপহারে ‘আপন ঠিকানা’ পেলেন বিশ্বনাথের ৭১টি পরিবার
বিশ্বনাথ প্রতিনিধি : ‘নৌকায় ভোট দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালী জাতি পেয়ে ছিলেন স্বাধীনতা। নৌকায় ভোট দিয়েই বিনামূল্যে জমি ও গৃহ পেয়েছেন অবহেলিত-বঞ্চিত ভ‚মিহীন-গৃহহীন পরিবারের সদস্যরা।
জাতির জনকের স্বপ্ন পূরণের পাশাপাশি ভ‚মিহীন-গৃহহীন পরিবারের সদস্যরা পেয়েছেন নিজেদের আপন ঠিকানা। এখন তারা স্বচ্ছলতার সাথে জীবন-যাপন করতে পারবেন।’
বুধবার (৯ আগস্ট) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ২২ হাজার ১০১টি ভ‚মিহীন-গৃহহীন পরিবারের সদস্যদের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যেল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি ওই কথাগুলো বলেন।
সারাদেশের ন্যায় সিলেটের বিশ্বনাথ উপজেলায় প্রতিবন্ধিসহ ৭১টি ভ‚মিহীন-গৃহহীন পরিবারের সদস্যরা পেয়েছেন নিজেদের আপন ঠিকানা।
বিশ্বনাথে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভ‚মি) আসমা জাহান সরকারের পরিচালনায় অনুষ্ঠিত ‘ভ‚মিহীন-গৃহহীন পরিবারের সদস্যদের মাঝে জমি ও গৃহ হস্তান্তর’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের এমপি ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান, সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী এনডিসি, জেলা প্রশাসন শেখ রাসেল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ পৌরসভার প্যানেল চেয়ারম্যান-১ রফিক হাসান প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..