বিপিজেএ’র নব-নির্বাচিত নেতৃবৃন্দকে ডা. দুলালের অভিনন্দন

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৩

বিপিজেএ’র নব-নির্বাচিত নেতৃবৃন্দকে ডা. দুলালের অভিনন্দন

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নব-নির্বাচিত সভাপতি আব্দুল বাতিন ফয়সল ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।

গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় ডা. দুলাল বলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন একটি বৃহৎ গণমাধ্যম সংশ্লিষ্ট সংগঠন। পূর্ণভুমি সিলেট বিভাগে বহুবছর ধরে এ সংগঠনটি সফলতার সাথে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সম্প্রতি এই সংগঠনটির নতুন সিলেট বিভাগীয় কমিটি গঠিত হয়েছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। আমি বিশ্বাস করি, সংগঠনটির নব-নির্বাচিত নেতৃবৃন্দ আরও প্রাণবন্ত হয়ে তাদের পেশাগত কাজ চালিয়ে যাবেন এবং তাদের প্রত্যেক সদস্যের অধিকার রক্ষার সংগ্রামে অবিচল থাকবেন। আপনারা নিশ্চয়ই জানেন, জননেত্রী শেখ হাসিনার সরকার গণমাধ্যমকর্মীদের ইতিমধ্যেই বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় নিয়ে এসেছেন। সাংবাদিকদের কল্যাণে যা কিছু করা প্রয়োজন আওয়ামী লীগ সরকার তাই করছে।

ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নব-নির্বাচিত নেতৃবৃন্দের উত্তরোত্তর সফলতা কামনা করেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..