দণ্ডের ৩৩ বছর পর গ্রেপ্তার : থানায় মিষ্টি নিয়ে হাজির নিহতের ভাই!

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৩

দণ্ডের ৩৩ বছর পর গ্রেপ্তার : থানায় মিষ্টি নিয়ে হাজির নিহতের ভাই!

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জে ভাই হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করায় থানায় মিষ্টি নিয়ে হাজির হলেন নিহতের ভাই। শুক্রবার গোলাপগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে দীর্ঘ ৩৩ বছর পর আত্মগোপনে থাকা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাসুককে (৫৬) গ্রেপ্তার করে। মাসুক উপজেলার করগাঁওয়ের চরন মিয়ার ছেলে।

মাসুককে গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করেছেন ভিকটিমের ছোট ভাই আবুল কালাম। কৃতজ্ঞতা প্রকাশ করতে তিনি শনিবার থানায় মিষ্টি নিয়ে হাজির হন।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি জানান, তার ভাইয়ের খুনি তিন যুগ ধরে আত্মগোপনে থাকলেও শেষ পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তাই তিনি গোলাপগঞ্জ থানা পুলিশের কাছে কৃতজ্ঞ।

গ্রেপ্তারের বিষয়টি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার।

১৯৯০ সালে ১৩ এপ্রিল একই গ্রামের আব্দুস সালামকে খুন করেন মাসুক। ঘটনার পরপর আসামি দেশের বাইরে চলে যান। ভারত ও সৌদি আরবে আত্মগোপন করেন। কিছুদিন আগে বোনের কুলখানিতে দেশে আসেন তিনি। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

আর সংশ্লিষ্ট দুই দালাল হলেন দুলালকান্দি গ্রামের জাকিন হোসেন ও শাহিনুর (জাকিরের ফুফু)।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..