সিলেট ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৩
ছাতক সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতক উপজেলার বিভিন্ন সড়ক ও রাস্তার পাশে যত্রতত্র ফেলা ময়লা-আবর্জনা পচে বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। যে কারণে সড়ক দিয়ে চলাচলকারী গাড়ির যাত্রী ও পথচারীরা দুর্গন্ধে অতিষ্ঠ। ছাতক-সিলেট সড়কের পেপার মিল সংলগ্ন ১নং সেতুর পাশে নিয়মিতই ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। তা থেকে নির্গত দুর্গন্ধ ছাতকের জনজীবনকে অতিষ্ঠ করে তুলছে। বাধ্য হয়ে লোকজনকে নাকে রুমাল বা কাপড় দিয়ে ময়লার ভাগাড় এলাকা অতিক্রম করতে হচ্ছে। ময়লা-আবর্জনার স্তূপের কারণে আটকে থাকা পচা পানি গাড়ির চাকায় ছিঁটকে পড়ছে চলাচলরত পথচারী ও যানবাহনের উপর। এসব ময়লা-আবর্জনায় এলাকার পরিবেশ নষ্টের পাশাপাশি ছড়িয়ে পড়ছে ডায়রিয়াসহ নানা রোগ।
সরেজমিনে ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক এলাকা ঘুরে দেখা যায়, সড়কের ছাতকের প্রবেশমুখে সেতুর আগেই দেখা গেছে ময়লা-আবর্জনার ভাগাড়। সড়কের পাশের অংশে প্রায় একশ ফুট জায়গাজুড়ে রয়েছে বর্জ্যরে বিশাল স্তূপ। ময়লার ভাগাড়ের মাঝখানেই দেখা গেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একটি সাইনবোর্ড ঝুলানো রয়েছে। ওই সাইনবোর্ডে লেখা আছে ‘এখানে ময়লা আবর্জনা ফেলা নিষেধ’। তবে সাইনবোর্ড থাকলেও এখানে প্রতিদিনই ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। ছাতক পৌরসভার ট্রাক দিয়ে ছাতক পৌরসভা শহর থেকে এখানে ময়লা-আবর্জনাগুলো ফেলা হচ্ছে।
এছাড়াও একই অবস্থা গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাজার এলাকায়। এখানেও সড়ক ও জনপথ বিভাগের জায়গার উপর রাস্তার উপর ময়লার স্তূপ। স্থানীয় লোকজন ফুটপাতের পাশেই নিয়মিতই ময়লা-আবর্জনা ফেলছেন। এসব ময়লার দুর্গন্ধে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী, অভিভাবকসহ বাজারে আগত মানুষজন চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট সংলগ্ন রেলপথ ও রাস্তার দু’পাশে বিশাল ময়লার স্তূপ রয়েছে। এসব ময়লা-আবর্জনা মাড়িয়ে প্রতিদিন এই অঞ্চলের শত শত শিক্ষার্থী যাতায়াত করছে।
ছাতক পৌরসভার (সচিব) নির্বাহী কর্মকর্তা খাঁন মোহাম্মদ ফারাভী বলেন, ‘পৌর এলাকার বর্জ্য ডাম্পিংয়ের জন্য একটি প্রজেক্ট নির্মাণ কাজ শেষ হয়েছে, এখন উদ্বোধনের অপেক্ষা। প্রধানমন্ত্রী এটি উদ্বোধনের পর এসব ময়লা-আবর্জনাগুলো সরিয়ে বর্জ্য ডাম্পিংয়ে নেওয়া হবে।’
ছাতক সড়ক ও জনপথ উপ-বিভাগের নির্বাহী প্রকৌশলী সালাহ উদ্দিন সোহাগ বলেন, ‘ময়লা-আবর্জনা সরিয়ে নিতে সম্প্রতি পৌরসভাকে চিঠি দেওয়া হয়েছিল। ময়লার আবর্জনার স্তূপের পচা পানি সড়কের ক্ষতি করছে। এই বিষয়ে সমন্বয়সভায় অলোচনা করা হবে।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd