সিলেট ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৩
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে মানতবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ আগস্ট) দুপুর দুইটার দিকে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এই জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহণ করেন। এ সময় নেতাকর্মীদের সরকার বিরোধী স্লোগান দিতে শোনা যায়। জানাজাকে কেন্দ্র করে আলিয়া মাদ্রাসার আশপাশের এলাকায় সকর্ত অবস্থান নেয় পুলিশ।
এর আগে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে বুধবার সিলেটে ‘গায়েবানা’ জানাজার আয়োজন করতে চাইলে অনুমতি দেয়নি সিলেট মহানগর পুলিশ।
গত সোমবার (১৪ আগষ্ট) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায মারা যান দেলাওয়ার হোসাইন সাঈদী। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। সাঈদী জামায়াতে ইসলামীর নায়েবে আমির ছিলেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd