সিলেট ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৩
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: সিলেটের কোম্পানীগঞ্জে মাদকসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় উপজেলার কলাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ওই নারীর নাম মোছা. রিনা বেগম (৪২)। সে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গোলাকান্দাইল নতুনবাজার এলাকার মৃত রহমত উল্লাহ স্ত্রী। বর্তমানে সে ঢাকার মোহাম্মদপুর থানার লালমাটিয়ার সুইপার কলোনিতে থাকেন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে কলাবাড়ি এলাকায় মাদকদ্রব্য কেনাবেচার খবর পেয়ে অভিযান চালিয়ে রিনাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ০৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। পরে রিনাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে বিক্রির উদ্দেশ্যে ফেন্সিডিল বহন করছিল বলে স্বীকার করে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় বলেন, মাদক আইনে নিয়মিত মামলা রুজু পুর্বক ওই নারীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd