সিলেট ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৩
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং হইতে থানা পুলিশের অভিযানে ৫৬ বস্তা ভারতীয় চিনিসহ এক চোরাকারবারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে ৩ নং পূর্ব ইউনিয়নের শান্তিনগর গ্রামের জনৈক হেলাল মিয়ার বসতঘর হইতে ৫০ কেজি ওজনের ৫৬ টি ভারতীয় চিনির বস্তা উদ্ধার করা হয়। সেই সাথে শান্তিনগর গ্রামের মৃত জীবন মিয়া ছেলে হেলাল মিয়া (৫৪)কে আটক করে পুলিশ।
জানা গেছে, সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া সীমান্তে চোরাচালান রোধ, চোরাচালানের সহিত জড়িত অপরাধ ও চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারে জেলা পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলামের দিকনির্দেশনায় এসআই মোঃ এমরুল কবির সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও চোরাচালান বিরোধী অভিযান ডিউটি পরিচালনাকালে ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের অন্তর্গত শান্তিনগর সাকিনস্থ জনৈক হেলাল মিয়া এর বসতঘর হইতে ৫০ কেজি ওজনের ৫৬ টি ভারতীয় চিনির বস্তা আটক করেন ও ধৃত আসামী হেলাল মিয়া (৫৪)কে আটক করেন এবং আরেকজন পলাতক আসামির বিরুদ্ধে এজাহার দায়ের করেন এবং থানায় নিয়মিত মামলা রুজু হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম চিনি সহ চোরাকারবারীকে আটকের বিষয়টি নিশ্চিত করে ক্রাইম সিলেটকে বলেন, ভারতীয় চোরাচালানের বিরুদ্ধে আমাদের থানা পুলিশের অভিযান অব্যাহত আছে। এছাড়া সকল ধরণের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্তানে রয়েছে গোয়াইনঘাট থানা পুলিশ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd