তাহিরপুরে সরকারি রাস্তায় ভবন নির্মাণ: ব্যবস্থা নিচ্ছেন না এসিল্যান্ড!

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৩

তাহিরপুরে সরকারি রাস্তায় ভবন নির্মাণ: ব্যবস্থা নিচ্ছেন না এসিল্যান্ড!

তাহিরপুর সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুরে দৈনন্দিন যাতায়াতের একমাত্র সরকারি রাস্তায় অবৈধ ভাবে বিল্ডিং উত্তোলনের অভিযোগ উঠেছে সৈয়দ শামসুজ্জামানের বিরুদ্ধে।

 

অভিযুক্ত সৈয়দ শামসুজ্জামান তাহিরপুর উপজেলার সুলেমানপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

 

সরকারি রাস্তায় অবৈধ ভাবে বিল্ডিং উত্তোলনের অভিযোগ এনে চলতি বছরের গেল ১১ জুলাই তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি’র বরাবর সুলেমানপুর গ্রামবাসীর পক্ষে একই গ্রামের মৃত আব্দুল হান্নানের পুত্র মো. মোছলেহ উদ্দিন লিখিত অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগের পরপরই এসি-ল্যান্ডের পক্ষে সরজমিন তদন্ত করেন ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার রাজর্ষী রায়। তবে অভিযোগের ১মাস পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা নিচ্ছেন না উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা।

 

অভিযোগে উল্লেখ করেন, উপজেলার শ্রীপুর (দ.) ইউনিয়নের সুলেমানপুর গ্রামের উত্তর হাটি সম্মুখে গ্রামবাসীর দৈনন্দিন যাতায়াতের একমাত্র সরকারি রাস্তায় অবৈধ ভাবে বিল্ডিং উত্তোলন কর্যক্রম চালু করেছেন সৈয়দ শামসুজ্জামান।

 

এমতাবস্থায় গ্রামের গণ্যমান্য লোকজন বিল্ডিং উত্তোলনে বাঁধা নিষেধ করলে তাদেরকে অশ্লীল অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারধর করার হুমকি ও খুন করার অবস্থায় এগিয়ে আসে। এমতাবস্থায় নিরুপায় হবে এই অভিযোগ দায়ের করেন এলাকাবাসীর পক্ষে মো. মোছলেহ উদ্দিন।

 

অভিযোগকারী মো. মোছলেহ উদ্দিন বলেন, গ্রামবাসীর একমাত্র সড়কে বিল্ডিং উত্তোলন করায় আমাদের চলাচলে বাঁধা হচ্ছে, এমতাবস্থায় আমি তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর গ্রামবাসীর পক্ষে একটি অভিযোগ দায়ের করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো এসিল্যান্ড কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

 

এ বিষয়ে অভিযুক্ত সৈয়দ শামসুজ্জামান সাংবাদিকদের সাথে কোনো কথা বলতে রাজি নন।

 

অভিযোগের সত্যতা নিশ্চিত করে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি বলেন, অভিযোগ পেয়েছি। সরজমিন আমাদের তহসিলদার তদন্ত করেছেন। তদন্ত প্রতিবেদন আমাকে প্রেরণ করার পর অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..