টার্গেট করে একজন, ছিনতাই করে আরেকজন!

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৩

টার্গেট করে একজন, ছিনতাই করে আরেকজন!

ডেস্ক রিপোর্ট: সম্প্রতি সিলেট মহানগরে সক্রিয় হয়ে উঠেছে একাধিক ছিনতাইকারী চক্র। বাড়ছে ছিনতাইয়ের ঘটনা। নগরির প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে উৎপেতে থাকে ৩ থেকে ৪ জনের ছিনতাইকারী চক্র। তাদের একজন টার্গেট করে আর আরেকজন সুযোগ বুঝে ছিনতাই করে। মোবাইল, মানিব্যাগ বা হাতে থাকা জিনিসপত্র ছিনতাই করে নিমিষেই পালিয়ে যায় তারা।

 

মহানগরীতে ছিনতাইয়ে জড়িত চক্রের সদস্য সংখ্যা শতাধিক। ছিনতাইয়ের এসব ঘটনায় থানায় অভিযোগ করা হলেও পুলিশ এসব ঘটনা তেমন গুরুত্ব নিয়ে দেখে না বলে অভিযোগ ভুক্তভোগীদের।

 

বিভিন্ন মার্কেট এলাকা, চলন্ত গাড়ি ও যেসব স্থানে মানুষের আনাগোনা বেশি সেসব স্থানে ছিনতাইয়ের ঘটনা বেশি। এছাড়া যেসব জায়গায় মানুষের জটলা বেশি, সেখানে দুর্বৃত্তরা মূহূর্তের মধ্যে হাতিয়ে নিচ্ছে মোবাইল ফোন, মানিব্যাগ। মহানগরীতে প্রতিদিনই ঘটছে এমন ঘটনা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে মানুষের মধ্যে।

এছাড়া ভোর রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যাত্রীদের টার্গেট করে তারা। সিলেট মহানগরের উপশহর, সোনারপাড়া, আগপাড়া, বারুতখানা, জেলরোড, রিকাবীবাজার, মীরের ময়দান, মেডিক্যাল রোড, বাগবাড়ি, শাহী ঈদগাহ, আম্বরখানা বড়বাজার, দরগাহ মহল্লা, মেন্দিবাগ, কীনব্রিজ, সুরমা মার্কেট পয়েন্ট, কোর্টপয়েন্ট, তালতলা এলাকায় তারা অবস্থান করে। এছাড়া ক্বীন ব্রিজ সহ বিভিন্ন এলাকায় রয়েছে ভাসমান ছিনতাই চক্র।

গত কয়েকদিন আগে মহানগরীরর উপশহরের বাসীন্দা নূর আম্বরখানা থেকে বাড়ি যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন। আম্বরখানা এলাকা থেকে সিএনজিতে উঠলে ছিনতাইকারীরা তার কাছে থাকা মোবাইল, নগদ টাকা নিয়ে ছেড়ে দেয়। পরে তাকে ছেড়ে দেয়।

 

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ভুক্তভোগী জানান, সবচেয়ে বেশি ছিনতাই হচ্ছে রাত ৯টা থেকে মধ্যরাতের মধ্যে। সবাই যখন ঘরমুখো হয় তখনই তাদের সক্রিয়তা বেড়ে যায়। ছিনতাইকারীরা ওই সময়কে টার্গেট করে রাস্তায় অবস্থান নেয়। তাদের মূল টার্গেট থাকে মহিলারা।

অভিযোগ রয়েছে কদমতলী বাস টার্মিনাল ও প্রবেশমুখ হুমায়ূন রশীদ চত্বরে কয়েকটি ছিনতাইকারী চক্র রয়েছে। ছিনতাই করে অনায়াসে পার পেয়ে যাওয়া দিন দিন ছিনতাইকারী যেমনভাবে বাড়ছে তেমনই বাড়ছে চুরি-ছিনতাই।

 

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মু. মাসুদ রানা জানান, সম্প্রতি এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। যেগুলো আমাদের নজরে রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণের জন্য পুলিশের বেশ কয়েকটি টিম মাঠে কাজ করে যাচ্ছে। এছাড়াও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা বসানো হয়েছে। বিশেষ করে বিভিন্ন ব্যাংক ও বড় বড় শপিংমলগুলোর পাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার আছে।

 

তিনি আরও জানান, সিলেট জুড়ে ছড়িয়ে আছে পুলিশের সাদা পোশাকের ছদ্মবেশী টিম। তারা নগরীর সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে ওঁৎ পেঁতে থাকে ছিনতাইকারী ধরার জন্য। বিশেষ করে সিলেট নগরীর যেসব এলাকায় ছিনতাইকারীদের উপদ্রব বেশি, সেসব এলাকায় ছদ্মবেশী এই সাদা পোশাকের পুলিশ টিম সার্বক্ষণিকভাবে তৎপর রয়েছে। কেউ অভিযোগ দিলে আমরা তার অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নিচ্ছি।

 

সম্প্রতি আমরা বেশ কয়েকটি চক্রকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..