গোলাপগঞ্জে ছুটি ছা ড়া ই যুক্তরাজ্যে শি ক্ষ ক!

প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০২৩

গোলাপগঞ্জে ছুটি ছা ড়া ই যুক্তরাজ্যে শি ক্ষ ক!

গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেট জেলার গোলাপগঞ্জে বিদ্যালয় থেকে ছুটি না নিয়েই অনেকটা গোপনে যুক্তরাজ্যে চলে যান প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক।

 

ওই শিক্ষকের নাম ফাতেহা ইয়াসমিন। তিনি উপজেলার ফুলবাড়ি ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি ২০১৪ সালের ৭ জুন বিদ্যালয়ে যোগদান করেন।

 

জানা যায়, গত ১৬ আগস্ট অনেকটা গোপনে স্থায়ীভাবে বসবাসের জন্য যুক্তরাজ্যে চলে যান শিক্ষক ফাতেহা ইয়াসমিন।

 

বিষয়টি সাংবাদিকদের কানে আসতেই পরদিন ১৭ আগস্ট রাতে এবিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহেলা আক্তারকে স্থানীয় এক সংবাদকর্মী মুঠোফোনে কল দেন।

 

প্রধান শিক্ষক রাহেলা আক্তার এসময় ওই সংবাদকর্মীকে জানান, আজ থেকে ওই শিক্ষক এক মাসের জন্য মেডিকেল ছুটিতে আছেন। ওই শিক্ষক যুক্তরাজ্য চলে গেছেন কি না জানতে চাইলে বিষয়টি তিনি জানেন না বলে জানান।

 

এরপর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলামের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি কিছুই জানেন না বলে জানান।

 

পরবর্তীতে আজ রোববার (২০ আগস্ট) দুপুরে পুনরায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহেলা আক্তারের কাছে মেডিকেল ছুটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মেডিকেল ছুটির জন্য ওই শিক্ষক লোক মারফতে আমার কাছে দরখাস্ত দিয়েছেন।

 

এক মাসের মেডিকেল ছুটি আপনি মঞ্জুর করতে পারেন কি না জানতে চাইলে তিনি বলেন, এটা আমার এখতিয়ার নয়। আপনি শিক্ষা অফিস বরাবর দরখাস্ত প্রেরণ করেছেন কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, না দরখাস্ত এখনো আমার কাছে।

 

এদিকে জানা যায়, ওই সহকারী শিক্ষক অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকটাত্মীয় হওয়ায় তিনি এই বিদেশ যাত্রায় সহযোগিতা করেন এবং শেষ পর্যন্ত বিষয়টি ধামাচাপা দিতে ব্যর্থ হওয়ায় ওই শিক্ষকের ভাইকে দিয়ে উপজেলা শিক্ষা অফিস বরাবর অব্যাহতি পত্র জমা দেওয়ান।

 

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, মেডিকেল ছুটির বিষয়ে আমি কোন কিছু জানিনা। আপনার মাধ্যমে জানতে পারি। বিষয়টি জানার পর আমি প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি আমাকে সঠিক কোন উত্তর দিতে পারেননি। পরবর্তীতে আজ রোববার ওই শিক্ষকের ভাই অফিসে এসে চাকরি হতে অব্যাহতি পত্র দিয়ে যান।

 

এবিষয়ে ওই সহকারী শিক্ষক ফাতেহা ইয়াসমিনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম বলেন, এবিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..