সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৩
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন পূর্ব জাফলং ইউনিয়নের বল্লা পুঞ্জি গ্রামের দীপন বিশ্বাস (২৪) ও উমা কান্ত বিশ্বাস (৩৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই ইমরুল কবির ও এএসআই আরিফুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ শনিবার (২৬ আগস্ট) রাত ১ টার দিকে গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের বল্লাঘাট এলাকায় অভিযান পরিচালনা করে জনৈক শিথিল বিশ্বাসের অফিস থেকে ৭৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই দুই যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওই দুই যুবক জাফলং বল্লাপুঞ্জি গ্রামের মনোরঞ্জন বিশ্বাসের ছেলে দীপন বিশ্বাস ও কুশ বিশ্বাসের ছেলে উমা কান্ত বিশ্বাস।
এ ঘটনায় জড়িত আসামীদ্বয়ের বিরুদ্ধে এসআই ইমরুল কবির বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করেন যাহার নং-২৮, তারিখ-২৭/০৮/২৩খ্রিঃ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর টেবিল ১০(ক) দায়ের করেন।
এ ব্যপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম বলেন সিলেটের মান্যবর পুলিশ সুপার, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতারসহ সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় আমরা আন্তরিক ভাবে কাজ করছি।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই ইমরুল কবির ও এএসআই আরিফুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ শনিবার (২৬ আগস্ট) রাত ১ টার দিকে গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের বল্লাঘাট এলাকায় অভিযান পরিচালনা করে জনৈক শিথিল বিশ্বাসের অফিস থেকে ৭৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই দুই যুবককে গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd