সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, মোগল স্থাপত্যশৈলীতে নির্মিত এশিয়ার প্রথম অত্যাধুনিক বাস টার্মিনাল সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল। তার মধ্যে উদ্বোধন হওয়া সুরমা রেস্টুরেন্ট যেন পরিচ্ছন্ন ও সুস্বাদু খাবারের সঙ্গে সবাইকে পরিচিত করে। খাবারের মান ও দ্রব্যমূল্য যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। খাবারে সিলেটে যে ঐতিহ্য রয়েছে সে সুনাম অক্ষুণ্ন রাখার জন্য রেস্টুরেন্ট কর্তৃপক্ষের প্রতি তিনি আহ্বান জানান।
গতকাল দুপুরে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের দ্বিতীয় তলায় জমকালো আয়োজনে ফিতা কেটে সুরমা রেস্টুরেন্টের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র উপরোক্ত কথাগুলো বলেন। ফিতা কেটে ভোজন রসিকদের জন্য সুরমা রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২৬নং ওয়ার্ড কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বক্স লিপন, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউল কবির পলাশ, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মইনুল ইসলাম, সাবেক সভাপতি সেলিম আহমদ ফলিক। রেস্টুরেন্টের কর্তৃপক্ষ বলেন, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ও খনিজ সম্পদে ভরপুর পর্যটন নগরী সিলেটে বাসযোগে অনেকে আসেন। মূলত তাদের কথা মাথায় রেখে সুরমা রেস্টুরেন্টের যাত্রা। স্বল্পমূল্যে, মানসম্পন্ন, সুস্বাস্থ্যকর ও সুস্বাদু বাংলা বিশুদ্ধ খাবার পরিবেশন করা আমাদের মূল লক্ষ্য।
সুরমা রেস্টুরেন্টের আয়োজন থাকছে সকাল, দুপুর, বিকাল ও রাতের খাবারের সঙ্গে বাহারি আইটেম। উদ্বোধন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদের ঈমাম ও খতিব হাফেজ মাওলানা মাহফুজুর রহমান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd