সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৩
ছাতক সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতক ও দোয়ারা সীমান্তের চেলা নদী থেকে বালু উত্তোলন নিয়ে ইজারাদার ও স্থানীয়দের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনায় ৭ জন আহত হয়েছেন।
বুধবার (৩০ আগষ্ট) দুপুরে নরশিংপুর ইউনিয়নের শারপিনপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আহত ৭ জনকে প্রথমে ছাতক হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানাগেছে,ইজারাদারের পক্ষে নদীতে বালু উত্তোলন করছিলেন পুর্ব সোনাপুর গ্রামের দুলাল মিয়ার পুত্র রুবেল মিয়াসহ লোকজন।
এতে বাড়ি-ঘর ভেঙ্গে যাওয়ার অজুহাতে নদীর কিনারায় বালু উত্তোলন করতে বাঁধা দেয় শারপিনপাড়া গ্রামের আব্দুস সালামের পুত্র মঈনুল ইসলাম।
এ নিয়ে দু’পক্ষের বাকবিতণ্ডার জের ধরে হামলা ও সংঘর্ষের ঘটনায় শারপিনপাড়ার মোশাহিদ আলী (৬৫), আব্দুস সালাম (৬০), আব্দুস সোবহান (৪৫), হোসাইন আহমদ (২৫),কাবিল মিয়া (৪৫), আরব আলী (৫৫), মঈনুল ইসলামকে (২৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd