সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি :: ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গোয়াইনঘাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও তার পরিবারের সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় ১নং রুস্তমপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩০ আগষ্ট রোজ বুধবার বিকাল ৪ ঘটিকার সময় স্থানীয় ১নং রুস্তমপুর ইউনিয়ন ইউনিয়ন কমপ্লেক্সে রুস্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের সঞ্চালনায় দোয়াও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আসলম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতা ও মুক্তির প্রতীক। তিনি বাংলার মাটি ও মানুষের পরম আত্মীয়, শত বছরের ঘোর নিশীথিনীর তিমির বিদারী অরুণ, ইতিহাসের বিস্ময়কর নেতৃত্বের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। বাঙালি জাতির পিতা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। উন্নত সমৃদ্ধ ‘সোনার বাংলা’র স্বপ্নসারথি,তার কন্যা জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টার,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জামাল উদ্দিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ শামীম।
এছারাও বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ আব্বাস উদ্দিন, রুস্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ফয়েজ আহমদ,রুস্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রহিম উদ্দিন, রুস্তমপুর কলেজের প্রভাষক, লুৎফুর রহমান সহ আরও অনেকে।
এসময় উপস্থিত ছিলেন,২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদিন, সাধারন সম্পাদক আবুল হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম নজু, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজমত আলী,সাধারণ সম্পাদক আজির উদ্দিন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আহমেদ পারভেজ রুবেল, ৬ নং ওয়ার্ড যুবলীগের ইমাম উদ্দিন, ২ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল আলম, ৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া, ২ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মনজুর আলম,সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জসীম উদ্দীন, তাজুল ইসলাম, আনোয়ার হোসেন মঞ্জু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বদরুল ইসলাম বদর, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শিমুল, সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে সিন্নি বিতরণ করা হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd