বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা (মুলতবি সভা) বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের পুরান বাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের বর্তমান কমিটির মেয়াদ ২০২৪ সালের জুন মাস পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত হয়। এছাড়া প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি অনুষ্ঠান ব্যাপক আয়োজনে বাস্তবায়নসহ প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে গুরুত্ব সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. জামাল মিয়া, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য শহিদুর রহমান, মোহাম্মদ আলী শিপন, মো. নুর উদ্দিন, মো. আবুল কাশেম, মোহাম্মদ নূরুল ইসলাম ও আহমদ আলী হিরন।