সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউ নিয়নের চরচন্ডি গ্রামের যুক্তরাজ্য প্রবাসি হাজেরা বেগমের বাড়ি-জমি জোরপূর্বক দখল ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রবিউল নামের একজনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। সে চরচন্ডি গ্রামের মৃত মছন আলীর পুত্র।
রবিবার (৩ সেপ্টেম্বর) বিশ্বনাথ সিনিয়ন জুডিশিয়াল মেজিস্ট্রাট আদালতে বাবুল মিয়া ও রবিউল মিয়া হাজির হয়ে জামিনের প্রার্থনা করে আদালত বাবুল মিয়ার জামিন মঞ্জুর ও রবিউল মিয়ার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন। মামলাটি দায়ের করেছেন চরচন্ডি গ্রামের মৃত আরব আলীর মেয়ে জোৎনা বেগম। (বিশ্বনাথ সিআর মামলা নং-১২৬/২৩ইং)। এ তথ্যটি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবি আতিকুর রহমান।
মামলার অভিযোগে জানাযায়, হাজেরা বেগম একজন যুক্তরাজ্য প্রবাসি। তিনি প্রবাসে থাকায় জোৎনা বেগমকে বাড়িতে রেখে প্রবাসে অবস্থান করছেন। এই সুযোগে দীর্ঘদিন পূর্বে বাড়ির মালিকের নিকতাত্নিয়রা জোর পূর্বক হাজেরা বেগমের বাড়ি ঘর জোর পূর্বক দখল কের প্রায় ৫লাখ ৬০হাজার টাকার মালামাল নিয়ে যায়। ইতিপূর্বে হাজেরা বেগম দেশে আসার পর বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরী করেছিলেন। (ডায়েরী নং-২৬৩/২৩ইং)।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd