সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেট সংসদীয় আসন-৪ কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ গোলাপ মিয়া বলেন,আমি ক্ষমতা চাই না, আপনাদের খেদমত করার সুযোগ চাই। আমি আপনাদের শাসক নয় সেবক হতে চাই। যদি আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা মার্কার মনোনয়ন দেন তাহলে আমি যোগাযোগ ব্যবস্থা পাথর কোয়ারী খোলা সহ আপনাদের যাবতীয় কাঙ্খিত প্রত্যাশা পূরণে কাজ করব ইনশাআল্লাহ। আপনারা শুধু আমাকে সহযোগিতা করবেন।
শুক্রবার ৮ সেপ্টেম্বর বিকেলে গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের মাতুরতল বাজারে ফাতেহা ম্যানসনের সামনে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাপ মিয়া বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়েছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির জনকের স্বপ্ন পূরণে নিষ্ঠা ও সততার সাথে কঠোর পরিশ্রমের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিণির্মানে কাজ করছেন। কিন্তু পরিতাপের বিষয় বঙ্গবন্ধুর মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু আমরা নেতাদের সাথে কথা বলার বাক স্বাধীনতা হারিয়েছি। তৃণমূলের কর্মীরা নেতাদের সাথে কথা বলার সাহস ও সুযোগ পায় না। তিনি বলেন, সেই দোষ শুধু নেতাদের নয় আমাদের কর্মিদেরও আছে। আমরা কর্মীরা স্থানীয় নেতাদের মূল্যায়ন করি না। আমাদের সকলকে স্থানীয় নেতাদের মূল্যায়নের মাধ্যমে স্থানীয় নেতৃত্ব বৃদ্ধি করতে হবে। তবেই আমাদের স্থানীয় সমস্যাগুলো দ্রুত নিরসন করা সম্ভব হবে।
তিনি আরো বলেন,বর্তমান সময়ে শিক্ষার কোন বিকল্প নেই। আপনারা আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম শিশুদেরকে লেখাপড়া করাবেন।কারন বর্তমান শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ।তারা সুশিক্ষায় শিক্ষিত হলে দেশ জাতীয় ও রাষ্ট্রের কর্ণধার হবে।যত বেশি শিক্ষিত করাবেন তত বেশি উন্নত হবেন।
মাতুরতল বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নুর উদ্দিন আহমদ, শফিকুর রহমান, জালাল উদ্দিন, দারা মিয়া ও শাহাব উদ্দিন প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd