বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে পুলিশের অভিযানে সাজা ও ওয়ারেন্টভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে বিশ্বনাথ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বিশ্বনাথ পৌরশহরের রাজনগর গ্রামের সাজ্জাদ আলীর ছেলে মো. সিরাজুল ইসলাম সিরাজ, সরিষপুর গ্রামের জয়দু মিয়ার ছেলে মো. রফিক মিয়া, রামপাশা ইউনিয়নের দশদল কাদিপুর গ্রামের ইলাছ আলীর ছেলে আনছার আলী, চক রামপাশা গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে মো. হোসিয়ার আলী, লামাকাজি ইউনিয়নের সৎপুর গ্রামের মৃত মাওলানা আকরাম আলী খানের ছেলে আনোয়ার হোসেন খান।
পুলিশ সূত্র জানায়, তাদের মধ্যে তিনজন সিআর মামলায় সাজাপ্রাপ্ত। দণ্ডের হুলিয়া নিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন তারা। অন্য দুইজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
এ বিষয়ে কথা হলে থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামিদের শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
Sharing is caring!