সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩
অমিতা বর্দ্ধন :: একজন শিশু সঠিক- সুস্থভাবে বেড়ে উঠে বাবা-মায়ের যৌথ ভালবাসার ছায়ায় । বাবা-মায়ের দৃঢ় বন্ধন, পারস্পারিক শ্রদ্ধা ও আস্থা শিশুর মধ্যে এক গভীর নিরাপত্তা বোধ দেয়। এবং তাকে আত্মবিশ্বাসী হিসাবে বেড়ে উঠতে সহায়তা করে।
কিন্তু আজকাল মা- বাবাদের বোধের বিভ্রাট ঘটছে। যার ফলশ্রুতিতে সন্তানরা আজ বিপথগামী হচ্ছে , শান্তির ছায়া তলের অভাবে।
পরিবারের সদস্যরা একে অপরের আইসোলেটেড হয়ে পারিবারিক বন্ধনের উঠোন ফাঁকা হয়ে গিয়েছে ! ব্যক্তি স্বাধীনতার দিকেই প্রজন্ম এগোচ্ছে এবং এটাই প্রাধান্য পাচ্ছে। আর যেখানে সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে সেখানেই অশান্তির ঝর বইছে। আজকাল এই ঝর খুব প্রবল বাগে ধেয়ে আসছে! যা অপ্রতিরোধ্য।
দেশ ও জাতিকে যদি আগামীতে স্মার্ট দেশ হিসাবে এগিয়ে নিতে আগ্রসর হই তা হলে এই দিকে বিশেষ দৃষ্টি দেওয়া অত্যাবশ্যকীয়। নতুবা স্বপ্ন বিফলে পর্যবসিত হবে । সব স্বপ্ন তখন ই সফল হবে যখন আমারা এক লক্ষে কাজ করব । ধান বানতে গিয়ে শিবের গীত হবে। যা একটি উন্নত দেশ ও জাতির জন্য কাম্য নয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd