সিলেট ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৩
নিজস্ব প্রতিবেদক :: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটার ঘাগড়াঘাট নামক স্থানে টোল আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে।
কোন প্রকার আইন কানুনের কোয়াক্কা না করেই তাহিরপুর উপজেলার যাদুকাটার ঘাগড়াঘাটে চলছে অবৈধ খাস কালেকশন। খাস কালেকশন বন্ধে উচ্চ আদালতের স্পষ্ট নির্দেশনা থাকলেও সেটা মানা হচ্ছেনা। তাহিরপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন রিপন আদালতের আদেশ উপেক্ষা করে কয়লা, পাথরবাহী নৌকা ও চোরাই কয়লা নৌকা থেকে ৫-৭ হাজার টাকা করে অবৈধভাবে চাঁদা উত্তোলন করছে। প্রতিদিন প্রায় লাখ টাকা উত্তোলন করছে অবৈধভাবে। চাঁদাবাজ চক্রের সঙ্গে স্থানীয় প্রশাসনের কয়েকজন দুর্নীতিবাজ কর্মকর্তা জড়িত বলে অভিযোগ উঠেছে। রায়হান উদ্দিন রিপন তিনি নিজে তাহিরপুর উপজেলার এক তশিলদারের নাম প্রকাশ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রায়হান উদ্দিন রিপন তিনি ছাত্রদল ক্যাডার ছিলেন এবং বর্তমানে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক। এমনকি স্থানীয় সংসদের বলয়ের কোল বলে নিজের পরিচয় প্রকাশ করেন। এজন্য তিনি প্রকাশ্যে এসকল কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।
চাঁদা দিতে কেউ অস্বীকৃতি জানালে তাদের উপর অমানবিক নির্যাতন চালান তার চক্রের সদস্যরা।
নির্যাতনের শিকার এক নৌকার মাঝি বলেন, এক টাকা কম দিলেই তারা আমাদের উপর নির্যাতন চালায়। আমরা কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাইনি। তারা এমপির লোক। অপর আরেক নৌকার মাঝি বলেন, তারা চাঁদা নেয় ঠিকই কিন্তু আমাদের কোন ধরণের রশিদ দেয়নি। রশিদের কথা বলাতে রিপনের লোকজন আমাকে মারধর করে। পরে আমি জানতে পারলাম এরা অন্যায় ভাবে আমাদের উপর নির্যাতন করে চাঁদা নিচ্ছে।
অবৈধ চাঁদা আদায়ের বিষয়ে জানতে চাইলে রায়হান উদ্দিন রিপনের মুঠোফনে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে বলেন, ‘ চাঁদাবাজির বিষয়টি শিকার বলেন আমাকে কেন বলছেন তহসিলদার কে জিজ্ঞেস করেন। এই কথা বলে তিনি কল কেটে দেন। এরপর ফের আলাপকালে তিনি বলেন, আমি এসবের মাঝে নেই। আমি সুনামগঞ্জে থাকি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd