সিলেটে সংখ্যালঘু নির্যাতন, হিন্দু বাড়িতে হামলা

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৩

সিলেটে সংখ্যালঘু নির্যাতন, হিন্দু বাড়িতে হামলা

নিজস্ব প্রতিবেদক: সত্বজিত বুধঃ সিলেটের কোতোয়ালী থানার কাজীটুলা এলাকায় গতকাল শুক্রবার ১৪/০৪/২০২৩ তারিখে পূর্ব শত্রুতার জেরে বরুন দেব নাথ এর বাড়িতে মৌলবাদী মুসলিম নেতা মিন্টু শেখ হামলা করেন। শুক্রবার দুপুরে উগ্রপন্থী মুসলিম নেতা কর্মীরা শাহাবুদ্দিন, মোতালেবসহ ১৪ জনের নেতৃত্বে ও বহিরাগত ৩০-৩৫ জন রামদা, কিরিচ, বটি, শাবল, লোহার রড, লাঠি-সোঠা, পিস্তল হাতে নিয়ে ককটেল বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে বাড়িতে প্রবেশ করে। এসময় সন্ত্রাসীরা বাড়ির গেইট, ঘরের দরজা কুপিয়ে ভেঙে বসতঘরে প্রবেশ করে। তাদের হাতে থাকা রামদা নিয়ে কুপিয়ে ওয়ারড্রবের ড্রয়ার ভেঙে নগদ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও সাড়ে চার ভরি ওজনের স্বর্ণ যার মূল্য আনুমানিক তিন লাখ পঁচাশি হাজার টাকা লুট করে নিয়ে যায়। উগ্রপন্থীরা দেশীয় অস্ত্র দিয়ে বসতঘরের সকল আসবাবপত্র কুপিয়ে তছনছ করে ব্যাপক ক্ষতিসাধন করে। যাওয়ার সময় তারা অসুস্থ মা-বাবা ও ভাইকে কিল-ঘুষি ও লাথি মেরে জখম করে এবং এই বিষয়ে মামলা মোকদ্দমা করলে পরবর্তীতে খুন জখম করে ফেলবে বলে হুমকি দিয়ে যায়। ঘটনার সময় বরুন দেব নাথ বাড়ির বাইরে ছিলেন বলে জানা যায়। এই ঘটনার পর সিলেটে নিকটবর্তী হিন্দু সম্প্রদায়ের লোকজন মারাত্বক আতঙ্কে রয়েছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2023
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..