সিলেটে জ‌মি নিয়ে সংঘর্ষে পল্লিচিকিৎসক নিহত

প্রকাশিত: ২:৩৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০২২

সিলেটে জ‌মি নিয়ে সংঘর্ষে পল্লিচিকিৎসক নিহত

খসরুল ইসলাম, সদর প্রধিনিধি, সিলেট: সিলেট সদর উপজেলায় বিরোধপূর্ণ জমিতে ধান কাটাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার এলাকার সাতগাছি গ্রামে শনিবার সকালে রক্তক্ষয়ী এই সংঘর্ষ হয়। এসময় পল্লী চিকিৎসক নিজাম উদ্দিন (৪০) নিহত হন।

 

তিনি সাহেবের বাজার এলাকার ঘোড়ামারা গ্রামের বশির উদ্দিনের ছেলে। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। আহতরা এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

 

পুলিশ এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে। দুপুরে তাদের ওসমানি হাসপাতাল থেকে এয়ারপোর্ট থানা পুলিশ গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন-আজিজুর রহমান, মকবুল মিয়া, সামছুল আলম ও ছয়ফুল আলম।

 

স্থানীয়রা জানান, দুই একর জমি নিয়ে পল্লী চিকিৎসক নিজাম উদ্দিন ও একই এলাকার নয়ন মিয়ার মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য এলাকায় সালিশের আয়োজন করা হয়। সালিশ থেকে দুপক্ষকেই ওই জমি চাষাবাদ থেকে বিরত রাখা হয়। সালিশকারীরা নিজেদের লোক দিয়ে বিরোধপূর্ণ জমি চাষাবাদের ব্যবস্থা করেন। সিদ্ধান্ত হয়, সালিশে যে পক্ষ জমির মালিকানা পাবে তারা ফসল নিবে। এই অবস্থায় শনিবার সেহরির পরে অর্ধশতাধিক লোকজন নিয়ে নয়ন মিয়া বিরোধপূর্ণ জমির ধান কাটতে যান। খবর পেয়ে পল্লী চিকিৎসক আকরাম উদ্দিন ও তার ভাই নিজাম উদ্দিন আত্মীয়স্বজনদের নিয়ে ধান কাটতে বাধা দেন। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষে নিহত হন নিজাম উদ্দিন।

 

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ মাঈনূল জাকির ঘটনার সত্যতা স্বীকার করে প্রতিবেদককে বলেন, জমি সংক্রান্ত বিরোধে দুটি পক্ষের মধ্যে সংর্ঘষ হয় এতে নিজাম উদ্দিন নামের এক পল্লী চিকিৎসক নিহত হন। আমরা ঘটনাস্থলে আছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2022
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..