সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৪
ক্রাইম সিলেট ডেস্ক : অবৈধভাবে সংরক্ষিত বনভূমি এলাকায় প্রবেশ করে পাহাড়ের মাটি কেটে সমতল করা ও গাছ কাটার অভিযোগের মো. আব্দুল করিম ওরফে রাসেলের (৩৩) বিরুদ্ধে মামলায় দায়ের করেছে বন বিভাগ।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৬ মার্চ জাফলং বনবিটের অধীন চৈনাখেল ৪র্থ খন্ড জেএল নং ১০৫, এসএ দাগ নং ১৪৫-এর উত্তর-পশ্চিম দিকে আকাশমনি বাগানে পাহাড় কেটে মাটি সমান করছিল রাসেল গং। ঘটনার খবর পেয়ে বনবিভাগের ফোর্স ঘটনাস্থলে পৌঁছলে আসামীরা মাটি কাটার কাজে ব্যবহৃত ফেলদুা সহ ত্বরিতগতিতে পালিয়ে যায়।
এ সময় ঘটনাস্থল থেকে বনবিভাগের টিম প্রায় ২শত বর্গফুট জুড়ে পাহাড় কাটা মাটি ও ৭ ঘনফুট আকাশমনি গাছ জব্দ করে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গোয়াইনঘাট উপজেলার নলজুরি গ্রামের মো. জাকির হোসেনের পুত্র মো. আব্দুল করিম রাসেলের বিরুদ্ধে মামলা করেছে বনবিভাগ। মামলা নং-০৮/২০২৩-২৪।
এ ব্যাপারে সারী রেঞ্জে বিট কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান জানান, অবৈধভাবে সরকারী সংরক্ষিত বনভূমি এলাকায় অনাধিকার প্রবেশ ও পাহাড়ের মাটি কেটে সমতল করার অপরাধে মো. আব্দুল করিমের বিরুদ্ধে ১৯২৭ সনের বন আইনে মামলা করা হয়েছে।
আসামী রাসেলের বিরুদ্ধে সরকারী ও ব্যক্তিমালিকানধীন ভূমি অবৈধভাবে দখল করার নানান অভিযোগ রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd