সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৪
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের দুই ছাত্রদল কর্মীসহ সাতজনের বিরুদ্ধে ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। শেরপুর পলিটেকনিক কলেজ ছাত্রলীগ সভাপতি মো. হাসানুর রহমান এ মামলা করেন। মামলার আসামিরা হলেন- সিলেট ছাত্রদলের মো. কাওসার আহমদ রিফাত, সিলেটের জৈন্তাপুর দরবস্তের মো. ফয়েজ আহমদ, অন্য এলাকার আমিনুল ইসলাম সফর, মো. আব্দুল্লাহ আল মামুন, শাহ মাহমুদুল হাবিব ইমন, মো. সানায়ুর রহমান চৌধুরী ও মো. কয়সর রশীদ। শনিবার আদালতে এ মামলা করা হয়।
মামলায় উল্লেখ করা হয়েছে, ফেসবুকে শেরপুর পলিটেকনিক কলেজ ছাত্রলীগ সভাপতি মো. হাসানুর রহমানকে গালাগাল, জাতির পিতা বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ বর্তমান সরকারের শীর্ষ কর্তাব্যক্তিদের নিয়ে নানা আপত্তিকর মন্তব্য ও ছবি বিকৃত করার অভিযোগে এ মামলা করা হয়। বিষয়টি শুনানি শেষে আদালত মামলাটি গ্রহণ করেন ও তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহকে নির্দেশ দিয়েছেন।
এদিকে সিলেট কারাগার থেকে মুক্তি পেয়েছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল। এ সময় তাকে কারাগেটে সংবর্ধনা দেওয়া হয়।
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল মঙ্গলবার বিকালে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তিলাভ করেন। এ সময় কারা ফটকে বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা জানান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd