সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৪
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) সিলেট জেলা লিগ্যাল এইড এর উদ্যোগে এ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি বেলা ২টায় সিলেট নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনা সভায় সিলেট জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) এ.কিউ.এম নাছির উদ্দীন বলেছেন, প্রয়োজনীয় আইনি সহায়তার মাধ্যমে অস্বচ্ছল জনগোষ্ঠীর আইনি সেবা নিশ্চিত করতে হবে। লিগ্যাল এইড অফিসে আইনি সহায়তা চেয়ে আবেদন করলে আদালতে না গিয়ে প্রথমে আপস মীমাংসার চেষ্টা করা উচিত। আইনি সহায়তার জন্য আবেদনকৃত অধিকাংশই এই প্রক্রিয়ায় নিষ্পত্তি করা সম্ভব। এতে করে আদালতে মামলার চাপ কমবে। তারপরও লিগ্যাল এইডের মাধ্যমে যেসব মামলা আদালৎ পর্যন্ত গড়ায়, সেগুলো দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। এজন্য সংশ্লিষ্ট আদালতের বিচারক ও আইনজীবীদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলেক্ষে রবিবার (২৮ এপ্রিল) সিলেট জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত র্যালি পরবর্তী আলোচনা সভায় এসব কথা বলেন সিনিয়র জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) এ.কিউ.এম নাছির উদ্দীন। বিজ্ঞপ্তি
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd