পুলিশ হত্যা মামলার পলাতক আসামি মোঃ কামরুজ্জামান কে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করছে পুলিশ

প্রকাশিত: ২:১৬ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০২৩

পুলিশ হত্যা মামলার পলাতক আসামি মোঃ কামরুজ্জামান কে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করছে পুলিশ

জুড়ী প্রতিনিধি :: গত ০৭-০৮-২০২৩ ইং তারিখে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা আওয়ামীলীগ ও বিএনপি এবং জামায়াত এর মধ্যে রাজনৈতিক ভাবে সংঘর্ষ হয়।

সংঘর্ষের সংবাদ পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।এতে হামলাকারীর আঘাতে বড়লেখা থানা পুলিশের তিন জন সদস্য ঘটনাস্থলে নিহত হন।অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এবিষয়ে পুলিশ বাদী হয়ে গত ১০-০৮-২৩ ইং বড়লেখা থানায় একটি হত্যা মামলা এফআইআর (রের্কড) করে।উক্ত হত্যা মামলার ৩নং আসামি মোঃ কামরুজ্জামান কে গ্রেফতার করার জন্য তার বাড়ীতে তল্লাশি চালিয়েছে পুলিশ।পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ কামরুজ্জামান নানার বাড়ী থেকে পালিয়ে যান।

সরেজমিনে জানাযায়, মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ভোগতেরা গ্রামের মৃত আব্দুল রুপ এর ছেলে মোঃ কামরুজ্জামান ঘটনার পর থেকে পলাতক রয়েছে।তার নামে হত্যা মামলা সহ বেশ কয়েক টি মামলা রয়েছে বিভিন্ন থানায়।তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশের পক্ষ পুরস্কার ঘোষণা করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..