সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৩১ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০২৪
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়া আদিবাসীদের গুলিতে বাংলাদেশি দুই নাগরিক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন।
রোববার (১৪ জুলাই) বিকেলে নাজিরেরগাঁও কাওয়ারটুক ১২৫৩ পিলারের ওপারে এ ঘটনা ঘটে। কালাইরাগ বিওপি ও বিজিবির মিডিয়া উইং বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- কালাইরাগ করবলাটুক গ্রামের আলী হুসেন ও কাউছার আহমদ। এ ঘটনায় একই গ্রামের নবী হুসেন আহত হয়েছেন।
সূত্র জানায়, আলী হুসেন, কাউছার ও নবী হুসেন সীমান্তের ওপার থেকে মালামাল নিয়ে আসার জন্য রবিবার কোন এক সময় ভারতে প্রবেশ করেন। বিকাল ৩টায় খবর পাওয়া যায় ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত হয়েছে আলী হুসেন ও কাউছার আহমদ। এর কিছু পর গুরুতর আহত হয়ে ফিরে আসেন নবী হুসেন। নবী হুসেনকে পরিবারের লোকজন চিকিৎসকের কাছে নিয়ে গেছেন।
উপজেলার উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য ফখরুল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ নাজিরেরগাঁও কারবালারটুক সীমান্ত এলাকায় পড়ে থাকতে দেখিছি। এ ঘটনা নিয়ে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক করে লাশগুলো বিজিবির আওতায় রেখেছেন। নিহতদের বাড়িতেও আমি গিয়েছি তারা সবাই শোকাহত হয়ে কান্নাকাটি করছে।
উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফয়জুর রহমান বলেন, ভারতীয় খাসিয়ার গুলিতে আলী হোসেন ও কাওসার নামে দু’জন মারা গেছেন। আরও কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি এবং তাদের পরিবারের লোকজনের সাথে কথা বলে নিহতের ঘটনার সত্যতা পাওয়া গেছে।
কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার আসাদুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় ২ জন নিহত হওয়ার খবর পেয়ে আমাদের থানার অফিসার ইনচার্জ স্যার বিজিবির সাথে কথা বলেছেন। কিন্তু তারা ঘটনা শুনেছেন বলে জানালেও নিহতর খবর নিশ্চিত করেন নি।
এ বিষয়ে জানতে ৪৮ বিজিবির কালাইরাগ ক্যাম্পের কমান্ডারের সরকারি মোবাইল নম্বরে কল দিলে তিনি রাতে জানান আমরাও স্থানীয়দের কাছ থেকে সীমান্তে ২ জন নিহত হয়েছে শুনেছি। ঘটনাস্থলে বিজিবি সদস্যরা যাচ্ছে। তারপর একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি।
তবে বিজিবির কালাইরাগ বিওপির ক্যাম্পের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, দুজন জন বাংলাদেশী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের লাশ এখনো বাংলাদেশে নিয়ে আসা হয়নি। আমরা এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd