সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৪
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের বড় খুরমা গ্রামে গত ২৮জুলাই দুপুরে একটি পক্ষ জোরপূর্বক বেশ কিছু গাছ, বাশ ও মুতরা কেটে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ২৯জুলাই ওই গ্রামের মো: ফখরুল ইসলাম ২০জনকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ফখরুল ইসলাম তার অভিযোগে উল্লেখ করেছেন, বাদী বিবাদীগণ একে অপরের আত্নীয় ও একই গুষ্টির লোক। তাদের উভয়ের মধ্যে পূর্ব বিরুধ রয়েছে। বিবাদীগণ গত কয়েকদিন ধরে বাদীপক্ষের কবরস্থানের গাছ-গাছালি কেটে নেয়ার পায়তারা করছিল। তারা বিষয়টি বুঝতে পেরে গ্রামের মোরব্বিয়ানগণের কাছে বিচার প্রার্থী হলে সালিশানগণ উভয়পক্ষের সম্মতিতে এক সালিশের দিন তারিখ ঠিক করেন। কিন্তু বিবাদীগণ সালিশানগণের উপর বিশ্বাস না করে পূর্ব পরিকল্পিতভাবে গত ২৮জুলাই দিনে দেশিয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে বাদীর কবরস্থানের গাছ কাটিয়া গাড়িতে তুলিয়া চুরি করিয়া নিয়ে যায়। এতে বাদীর অনুমান সাড়ে ৫লাখ টাকার ক্ষতিসাধন হয়। এ ঘটনায় ফখরুল ইসলাম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে, এসব অভিযোগ সম্পুন্ন মিথ্যা বলে দাবি করেছেন বাদীপক্ষের লোকজন।
এ ব্যাপারে থানার এসআই জয়ন্ত সরকার বলেন, একটি অভিযোগ পেয়েছি, সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd