সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০২৪
নিজস্ব সংবাদদাতা :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার
বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর আগুন বেপরোয়া
লুটপাট হয়েছে। প্রধানমন্ত্রীর পদ থেকে গত ৫ আগস্ট ২০২৪ রোজ সোমবার শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর থেকে গোয়াইনঘাট থানায় হামলা, ভাঙচুর, ও লুটপাটের ঘটনা ঘটেছে।
উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদ, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদে ভাঙচুর, ও লুটপাটের ঘটনা ঘটেছে। এছাড়াও পূর্ব জাফলং ইউনিয়নের খেলার মাঠে অবস্থিত দৈনিক যায়যায়দিন পত্রিকার গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি ইমরান হোসেন সুমনের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি তার ব্যবসায়িক প্রতিষ্টান জামাই সুমন ফুড প্রোডাক্টসের কোটি টাকা মূল্যের মালামাল, মেশিন ও যন্ত্রপাতি ভাগাভাগি করে নেয় দূর্বৃত্তরা।
অপর দিকে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সিলেট জেলা পরিষদ সদস্য সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা সুবাস দাসের বাসায় ভাঙচুর ও লুটপাট চালায় দূর্বৃত্তরা। অল্পের জন্যে সুবাস দাস দূর্বৃত্তদের হামলা থেকে রক্ষা পেলেও রক্ষা পাননি তার সহধর্মিণী ও কোমলমতি তার শিশুরাও। সুবাসের বাসা থেকে বিভিন্ন মালামালের সাথে স্বর্ণালংকার লুট করা হয়েছে। সুবাস দাসের ঘরের দরজা জানালা ও গ্লাস সব কিছু তছনছ করে অপূরণীয় ক্ষতি করেছে দুর্বৃত্তরা। একটি গণতান্ত্রিক দেশে এভাবে প্রকাশ্য দিবালোকে লুটপাট, অগ্নি সংযোগ করে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার চেয়েও নিকৃষ্ট কাজ করা যাচ্ছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে সুবাস দাসের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানান বাসায় সিসি ফুটেজে দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করে ফুটেজ সংরক্ষিত করে রাখা হয়েছে দেশে যদি আইনের শাসন কোনদিন প্রতিষ্ঠা হয় তাহলে আইনশৃঙ্খলা বাহিনী সহ সকলের কাছে ভিডিও ফুটেজ উন্মুক্ত করব।
অন্যদিকে সুবাস দাসের গ্রামের বাড়ি উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের লামাদুমকা গ্রামে ভাঙচুর, ও লুটপাটের ঘটনা ঘটেছে। লুটপাট কারীরা সুবাস দাসের মামা ডৌবাড়ী ইউনিয়নের কামাইদ গ্রামের শ্রী নৃপেশ দাসের বাড়িতেও লুটপাট করে লক্ষ লক্ষ টাকার মালামাল লুটপাট করা হয়েছে। উপজেলার সালুটিকর বাজারের শতাধিক দোকানে লুটপাটের ঘটনা ঘটেছে। মেসার্স সেলিম মেটাল থেকে ২০ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd