সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৪
বিয়ানীবাজার প্রতিনিধিঃ চলমান বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার পক্ষ নিয়ে যুক্তরাজ্যে বসবাসরত বিয়ানীবাজারের শিবির নেতা আব্দুল হালিমের ফেসবুক পোস্টের জেরে তার আপন ছোট ভাইকে পিটিয়ে আহত করছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় বিয়ানীবাজার বারইগ্রাম রোডের থানাবাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। তিনি বর্তমানে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আব্দুল জলিল (২১) বিয়ানীবাজার উপজেলার আস্টসাংগন গ্রামের মখলিছুর রহমানের ছোট ছেলে।
জানা যায়, আব্দুল জলিলের বড় ভাই আব্দুল হালিম যুক্তরাজ্যে বসবাস করে আসছেন। বাংলাদেশে থাকাকালীন তিনি শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি বাংলাদেশে চলমান বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্তরাজ্যে ছাত্রদের বিভিন্ন কর্মসুচিতে একাত্নতা পোষন করে প্রতিবাদ করে আসছিলেন নিয়মিত। দেশে ছাত্র জনতার উপর সরকার দলের নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন কর্মসুচিতে অংশগ্রহনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের করা অন্যায়ের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা করে পোস্ট দেন। সেটির জের ধরে তার দেশে থাকা ছোট ভাই আব্দুল জলিলকে সরকার দলীয় নেতাকর্মীরা হামলা চালান। জানা যায়,তার ভাই নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য থানাবাজারে যান। সেখানে আব্দুল জলিলকে কয়েকজন মিলে বিনা কারণে বেধড়ক পেঠান এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে আওয়ামীলীগ নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আব্দুল জলিলকে উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জণ্য সিলেটে প্রেরন করেন।
পরিবারের দাবি, জলিলের বড় ভাই আব্দুল হালিমের সরকার বিরোধী ফেসবুক পোস্টের কারনে ছোট ভাইয়ের উপর হামলা চালায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।তারা এসময় আব্দুল জলিলের জন্য দোয়া চান এবং আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার দাবী করেন।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জানান, আমরা এরকম ঘটনা শুনেছি, লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখবো।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd