ক্রাইম সিলেট ডেস্ক : ভারত থেকে আসা পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর ও নোয়াখালী এবং চট্টগ্রামের কয়েকটি উপজেলার ঘরবাড়ি এখনো চার-পাঁচ ফুট পানিতে ডুবে আছে। বেঁচে থাকার লড়াই চলছে সর্বত্র।
মানবিক এই বিপর্যয়ে সাধারণ মানুষদের পাশাপাশি বন্যার্তদের পাশে এসে দাঁড়াচ্ছেন অনেক তারকাই। বরাবরের মতো এবারও বানভাসিদের জন্য এগিয়ে এসেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।
জানা গেছে, শুক্রবার রাতে ঢাকা থেকে টিম নিয়ে রওনা হয়ে ভোর ৪টায় কুমিল্লায় পৌঁছেছেন হিরো আলম। জেলার প্রত্যন্ত অঞ্চলে মুড়ি, চানাচুর, বিস্কুট, রুটি, স্যালাইন ও বিশুদ্ধ পানিসহ নানান ধরনের শুকনো খাবার নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে তিনি।
শনিবার (২৪ আগস্ট) বিকালে কুমিল্লা থেকে হিরো আলম সময়ের কণ্ঠস্বরকে বলেন, এবার যেসব এলাকায় পানি উঠেছে, আগে কোনোদিনও এসব এলাকায় পানি উঠেনি। মানুষজন আশেপাশের স্কুল-কলেজসহ বিভিন্ন উঁচু ভবনে আশ্রয় নিয়েছে। সেখানে গিয়ে গিয়ে আমি শুকনো খাবার দিয়ে এসেছি। নিদারুণ কষ্টে দিন-রাত কাটছে তাদের।
হিরো আলম বলেন, আমাকে মানুষজন বলেছে অনেক স্টাররা ফেসবুক-ইউটিউবে ভিউয়ের জন্য কথা বলে, তবে আপনি এই প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ নিয়ে ছুটে এসেছেন। আপনিই আসলে রিয়েল হিরো।
এসময় সবাইকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান হিরো আলম। তিনি বলেন, আমার সাধ্যনুযায়ী গতকাল থেকে এই ত্রাণ বিতরণ করছি, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত চালিয়ে যাব।
Sharing is caring!