সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৪
মোঃ মঈন উদ্দিন মিলন, কোম্পানীগঞ্জ :: উত্তর পূর্ব সিলেটের বহুল পরিচিত, দ্বীনের এক দায়ীঈ উম্মত যিনি হাঁটি হাঁটি পা পা করে সীমান্ত জনপদসহ চষে বেড়াতেন সিলেটের বিভিন্ন এলাকায় দ্বীনের মাহফিলে। গোয়াইনঘাট উপজেলার বরেন্য আলেম আব্দুল করিম (ছত্রপুরী রহঃ) এর প্রতিষ্ঠিত লাফনাউট মাদ্রাসার মোহতামিম বহুল পরিচিত বুজুর্গ আলেম হজরত মাওলানা আব্দুল খালিক শায়েখে (চাক্তার হুজুর-৯০) গতকাল ০৩ ই সেপ্টেম্বর মঙ্গলবার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লহি-রাজীউন।
বর্নাঢ্য এ আলেমের ইতিবৃত্তান্তে জানা যায়- শুকনো মৌসুমে পল্লীগ্রামের সর্বত্রে বিচরণ করতেন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের জন্য ধান সংগ্রহে। তৎকালীন সময়ে হাতে লাটি,মাথায় পাগড়ী, সুঠাম দেহের অধিকারী উচ্চ কণ্ঠে কাউকে ঠাকু ভাই,কারো নাম ধরে ডাকতেন নামাজ,কালামের দাওয়াত আর নবীজির ঘরে উন্নয়ন বরাদ্দের দাবী জানাতেন যোগ্যতার মাপকাঠিতে। অবলীলায় সর্বস্হরের মুসলিম উম্মাহ চাক্তার হুজুরকে সমীহ করতেন অবলীলায়।
ছিলেন একাধারে রাজনীতিবিদ, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা শাখার সাবেক সেক্রেটারি, আধ্যাত্মিক অঙ্গনে বায়াত নিয়েছেন ফিদায়ে মিল্লাত,আসআদ আল মাদানী রঃ এর নিকট।
গ্রাম থেকে গ্রামান্তরে ওয়াজ মাহফিলে বিচরণ ছিলো চোখে পড়ার মতো। প্রত্যক্ষদর্শী প্রতিবেদক জানান, ওয়াজমাহফিলে উর্দু,ফার্সি ভাষায় গজল পরিবেশন ছিলো অন্যতম, পাশাপাশি গ্রাম্য ভাষায় দ্বীনি বয়ান পরিবেশন শ্রবণ করতেন নির্ঘুম রাত অবধি হাজার হাজার ধর্মপ্রান মুসলমান।
বর্নাঢ্য এ আলেমের নাম বিশাল পরিচিতির সুবাদে এক নামে সিলেটের গণমানুষের মূখে শায়েখে চাক্তার হুজুর নামে পরিচিতি লাভ করেন।সদ্য প্রয়াত হুজুরের গ্রামের বাড়ী জৈন্তা উপজেলার চাক্তা গ্রামে। পিতার নাম মোহাম্মদ গনি বক্স।
জীবনের প্রায় তিনযুগ কর্মস্হল জীবন কাটিয়েছেন গোয়াইনঘাট উপজেলার ছত্রফুরী রহঃ এর প্রতিষ্ঠিত লাফনাউট মাদ্রাসায়।মৃত্যু অবধী ছিলেন মোহতামিমের দায়িত্বে। তিলতিল করে মাদ্রাসার অবকাঠামো উন্নয়নসহ শিক্ষার আলো ছাত্রদের মধ্যে বিলীন করেছেন সূদীর্ঘকাল। সেজন্য গোয়াইনঘাট উপজেলার মানুষ হজরতের শেষ সলিল সমাধির ঠিকানা লাফনাউট মাদ্রাসার ক্যাম্পাসে অনুরোধের খাতিরে পরগনাবাসী নির্ধারন করে সমাহিত করেছেন ৪ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টায়।
সবিশেষ জানাযায় সিলেটের প্রায়সব উপজেলার হাজার হাজার মুসল্লীদের ভীড় ছিলো। হযরতকে একনজরে শ্রদ্ধা ভালোবাসায় দেখা শেষজানাযায় শরীক হওয়াটার আগ্রহে প্রতীয়মান হয় মাওলানা আব্দুল খালিক শায়খেে চাক্তার হুজুরের প্রতি সর্বস্হরের মানুষের ছিলো অগাধ বিশ্বাস ভালবাসা আর শ্রদ্ধা। স্মৃতিতে চির অম্লান হয়ে ইহকাল ত্যাগ করে বড় ছেলে মাওলানা তৈয়বুর রহমান এর জানাযা নামাজের ইমামতিতে পাড়ি জমালেন বুজুর্গ উপাধিতে শায়েখে চাক্তার হুজুর পরকালের কবর জিন্দেগীতে।
রেখে গেছেন দূনিয়ার জমিনে ২ ছেলে ৪ মেয়ে,লাখো ছাত্র,শুভাকাঙ্ক্ষীমহল।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd